সিরিয়ালপ্রেমী দর্শকের জন্য আরও একটি খারাপ খবর। বন্ধের মুখে জি বাংলার আরও এক ধারাবাহিক। গত ৬ মাস আগেই জিবাংলার পর্দায় শুরু হয়েছিল গৌরব-ঐশানী অভিনীত মেগা ‘পুবের ময়না’। এর আগে ধারাবাহিক বন্ধের ইঙ্গিত মিললেও এবার পাকাপাকি ভাবে বন্ধের খবর মিলল এই মেগার।
শুরু থেকে টিআরপি তালিকায় খুব একটা ভালো ফল করতে পারেনি এই ধারাবাহিক। আর সেই কারনেই প্রথমে সন্ধ্যে ৬ টার স্লট থেকে সরিয়ে ৫.৩০টায় আনা হয়েছিল এই মেগাকে। সপ্তাহ খানেক আগেই দুপুরের স্লটে পাঠানো হয়েছে।
গত ৬ মাসে দুবার স্লট বদল হলেও শেষরক্ষা হল না। মূলত তলানিতে থাকা টিআরপি-র জেরেই বন্ধ হচ্ছে পুবের ময়না। সূত্রের খবর, ২৫ ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের দিনই শেষ দিনের শ্যুটিং সারল পুবের ময়না’র গোটা টিম।
মন খারাপ নিয়েই হাসিমুখে শেষদিনে পোজ দিলেন পুবের ময়নার কলাকুশলীরা। আর শেষ দিনের সেটে এদিন বিয়ের আমেজ। শেষদিনে আবারও বর বেশেই পাওয়া গেল গৌরবকে। ময়না-রোদ্দুরের বিয়ে দিয়েই ধারাবাহিকের হ্যাপি এন্ডিং হতে চলেছে তা দেখেই বোঝা যাচ্ছে। তবে ধারাবাহিক শেষের আগে আর কি কি চমক থাকবে সেটার অপেক্ষায় দর্শকমহল। তবে শেষবারের মতো কবে সম্প্রচারিত হবে তা এখনও জানা যায়নি।