স্টার জলসায় একের পর এক ধারাবাহিক নিয়ে আসা হচ্ছে, আর তার জেরেই কোপ পড়ছে টিআরপি লিস্টে পিছিয়ে পড়া ধারাবাহিকগুলির উপর। স্টার জলসার দর্শকেরা জানেন এই চ্যানেলে আরও একটি নতুন ধারাবাহিক আসছে যার নাম ‘তুঁতে’। এই ধারাবাহিকের জন্য শেষ করে দেওয়া হচ্ছে একটি জনপ্রিয় সিরিয়াল।
সকাল সকাল সেই খবর ছড়িয়ে পড়ায় স্টার জলসা বয়কটের ডাক ধারাবাহিকের অনুগামীদের। শেষ হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গোধূলি আলাপ’। এই ধারাবাহিকটি প্রথম থেকেই টিভির পর্দায় জনপ্রিয়। নোলক এবং অরিন্দমের জুটি ভীষণ প্রিয় সকলের।
তবে টিআরপি এক থেকে দশের মধ্যে এই ধারাবাহিক নেই তাই বাধ্য হয়েই প্রযোজনা সংস্থাকে এই ধারাবাহিক বন্ধের নোটিশ পাঠিয়েছেন চ্যানেল। প্রায় এক বছর তিন মাসের মাথায় বন্ধ হচ্ছে ‘গোধূলি আলাপ’। ৪ ই জুন টিভির পর্দায় শেষ সম্প্রচার হবে। আচমকা গোধূলি আলাপ শেষ হওয়ার খবরে ইতিমধ্যে বেজায় মন খারাপ ফ্যানেদের। শোনা যাচ্ছে এই ধারাবাহিক বন্ধের ফলে রামপ্রসাদের সময় পরিবর্তন হতে পারে।
Sesh kora jabe na plzzz kichu korun plzz ei boycott er response korun don’t finish it
তো trp mattaer করলে তো guddi টা বন্ধ হতো ওই 10:30 র slot টা তো টিকিয়ে রেখেছিল আর gatchora তো prime slot পেয়েও 7 months ধরে slot হারছে এই গাঁজাখুরি গল্প গুলো এবার বন্ধ করুন আর আরেকবার চেষ্টা করুন যাতে এটা বন্ধ না হয় ভিন্ন গল্প তাকে ভিন্ন ভাবে থাকতে দিন।। প্রথম থেকেই অবহেলা দেখাচ্ছেন কিন্তু এটা limit cross করেছে একদিন না একদিন শেষ হবেই but এই ভাবে না ভালোভাবে এখনো বাকি আছে দেখা guddi কি আপনাদের টাকা দিচ্ছে problem টাকি যেগুলোর দর্শক নিজেদের fan রাই আর দেখতে চাইছে না সেগুলো kno ধরে রেখেছেন??? আপনাদের কাছে কি গুরুত্বপূর্ণ দর্শকরা কি চায় সেটা নাকি নিজেদের জেদ।।। Ridiculous……….. #wewantgodhulialap1000episode
#godhulialapmustbeon