সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে দৈনন্দিন বিনোদনের মাধ্যম হল টেলিভিশনের পর্দায় হওয়া ধারাবাহিকগুলি। বর্তমানে টিআরপি তালিকায় জায়গা নিতে সিরিয়াল গুলির মধ্যে চলছে হাড্ডা হাড্ডি লড়াই। এমনকি টিআরপি তালিকায় স্থান না পেয়ে বন্ধ হচ্ছে প্রোডাকশন হাউসের একের পর এক ধারাবাহিক। আর সে কারণেই পুরনো কিছু ধারাবাহিক গুলোকে সরিয়ে টিভির পর্দায় আনা হচ্ছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিককে।
তবে আচমকাই শুটিং এর কাজ বন্ধ হল টেলি পাড়ায়। হঠাৎ কি এমন ঘটল যার জন্য বন্ধ হল শুটিং এর কাজ। তবে এবার শুধুমাত্র টিআরপি- র কারণেই নয়, ধারাবাহিকে শুটিং এর কাজ বন্ধ হওয়ার পেছনে রয়েছে আরও কিছু কারণ। শোনা যাচ্ছে, ধারাবাহিকের কলাকুশলীদের নাকি ঠিকমত পারিশ্রমিক দেওয়া হয়না।
এদিন অভিনেতা অভিনেত্রীরা শুটিং এর জন্য ফ্লোরে উপস্থিত থাকলেও কাজে আসেননি ইলেকট্রিশিয়ানরা। সময়মত ঠিকঠাক পারিশ্রমিক না পাওয়ার কারণে বয়কটের ডাক দিয়েছেন তারা। যদিও এমন অভিযোগ এর আগেও শোনা গেছে। ইলেকট্রিশিয়ানদের দাবি পূরণ করে নতুন করে ফের কবে শুটিং এর কাজ শুরু হবে সেটাই দেখার।
সূত্রঃ 1minutenewz . in