টিআরপি পতন মানেই ধারাবাহিকে কোপ। এবারও ঠিক তেমনি হতে চলেছে। যারা সিরিয়ালপ্রেমী তারা জানেন স্টার জলসায় আসছে এক নতুন ধারাবাহিক। নাম বুলেট সরোজিনী। এই ধারাবাহিকের সময় ঘোষণা না হলেও এটা নিশ্চিত যেকোনো একটি ধারাবাহিকের উপর কোপ পড়তে চলেছে।
শোনা যাচ্ছে, এই নতুন ধারাবাহিকের জন্য কপাল পুড়তে পারে সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্যের ধারাবাহিক ‘কথা’, যা বাংলা টেলিভিশনের জনপ্রিয় এক ধারাবাহিক। একসময় বাংলার টপার স্থানে রাজ করত এই মেগা। খুব অল্প সময়ের মধ্যে বিরাট সাফল্য অর্জন করে নিয়েছিল। তবে সময়ের সাথে সাথে ধারাবাহিকের টিআরপি কমতে শুরু করেছে।
শোনা যাচ্ছ, বুলেট সরোজিনী আসতে পারে কথা’র স্লটে। তাহলে কি বন্ধ হয়ে যাবে? না, কথা বন্ধ হবে না বরং সময় পরিবর্তন হতে পারে। যদিও এখনো অফিশিয়ালি কোনও ঘোষণা হয়নি। যদি এই খবর সত্যিই হয় তাহলে কথা ধারবাহিকের দর্শকের মাথায় বাজ পড়তে চলেছে।