বাংলা চলচ্চিত্র জগতে ফের নক্ষত্রপতন। চলে গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় বাঙালী পরিচালক রাজা মিত্র। ক্যান্সারে কেড়ে নিল আরেক প্রাণ। তার পুত্র সেই দুঃসংবাদ সামাজিক পাতায় ভাগ করে নিয়েছেন।
পরিচালকের পুত্র রৌদ্র মিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে লেখেন, ‘চলচ্চিত্রে ৬বারের জাতীয় পুরস্কার বিজয়ী (স্বর্ণকমল ও রজতকমল মিলিয়ে), ঋজু শিরদাঁড়া, জেদি এবং বরাবরই স্পষ্টবাদী আমার বাবা, রাজা মিত্র আজ গভীর রাত ৩টের সময়ে ক্যান্সারের সাথে লড়াই করে প্রয়াত হয়েছেন’।
প্রয়াত পরিচালক রাজা মিত্রের পরিচালিত ‘একটি জীবন’ বাংলা ছবির ইতিহাসে মাইলফলক। এই ছবির জন্য ১৯৮৭ সালে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। পরিচালকের মৃত্যুর খবরে শোকের ছায়া চলচ্চিত্র জগতে।