দুঃসংবাদ! বাবাকে হারালেন মিঠাই খ্যাত এঞ্জি ওরফে অনুরাধা মুখোপাধ্যায়

অনুরাধা মুখোপাধ্যায়

মানুষের জীবনে কখন দুঃখের ছায়া নেমে আসে তা কেউ আগে থেকে বলতে পারে না। যদিও সবটাই নিয়তির হাতে। আর সবথেকে কষ্টকর হচ্ছে যখন কেউ কারোর কাছের মানুষকে চিরতরে হারিয়ে ফেলে। নিজের অত্যন্ত কাছের মানুষ নিজের বাবাকে হারিয়ে ফেললেন ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়।

ছোটপর্দায় অতি পরিচিত মুখ অনুরাধা মুখোপাধ্যায়, যাকে দর্শক ‘মিঠাই’ ধারাবাহিকে রিকি রকস্টারের বান্ধবী এঞ্জি চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন। আর এই ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ছোটপর্দার চেয়ে সিনেমা এবং ওয়েব সিরিজেই বেশি দেখা মেলে অনুরাধার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার লেখা পোস্ট করে নিজের মনের ভাব প্রকাশ করেন অভিনেত্রী। অনুরাধা তার পোস্টের মাধ্যমে জানান, গত ৮ই জুন তিনি তার বাবাকে হারান। একটা দীর্ঘ ব্রেন সার্জারির পর প্রায় ১১ দিনের মাথায় জানতে পারা যায় তার বাবা আর নেই। বাবাকে হারিয়ে মন থেকে ভেঙে পড়েছেন অভিনেত্রী। আর তার এই দুর্দিনে একই সাথে সমব্যথী তার অনুগামীরা।