‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’র পর জি-বাংলায় আসতে চলেছে আরও এক নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। নিয়ম অনুযায়ী নতুন ধারাবাহিকের আগমনে জায়গা ছেড়ে দিতে হয় পুরনো ধারাবাহিকগুলিকে। ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’র আগমনে টিভির পর্দা থেকে বিদায় নিয়েছে ‘যমুনা ঢাকি’ ধারাবাহিক। এরপর শোনা গেল শেষ হবে আরও এক ধারাবাহিকের জার্নি।
‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক প্রোমো প্রকাশ পেতেই অনেকেই মনে করছেন ‘লালকুঠি’ ধারাবাহিক সম্ভবত শেষ হয়ে যাবে কারণ শুরু থেকেই টিআরপি কম। তবে বলে রাখি টিআরপি কম হলেও এখনি ‘লালকুঠি’ ধারাবাহিক বন্ধ করতে চাইছেন না নির্মাতারা। বরং জি-বাংলার অন্য এক জনপ্রিয় ধারাবাহিক বন্ধ করার নিয়ে কথাবার্তা চলছে।
সূত্রের খবর, টিআরপি কম থাকায় ‘উমা’ ধারাবাহিক শেষ হতে চলেছে। নীল ভট্টাচার্য এবং শিঞ্জিনী চক্রবর্তীর অভিনীত ধারাবাহিক বেশ কয়েক মাস ধরে টিআরপি তলানিতে। মাত্র ১১ মাসেই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। যদিও এখন চ্যানেল কর্তৃপক্ষ কিছু জানায়নি।