স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’। ইতিমধ্যেই সেই প্রোমো আপনারা দেখতে পেয়েছেন। নিয়মমাফিক নতুন এলে জায়গা ছেড়ে দিতে হয় পুরনো ধারাবাহিক-কে। তাহলে এই নতুন ধারাবাহিকের জন্য কোন ধারাবাহিক ইতি টানতে চলছে নির্মাতারা।
‘বাংলা মিডিয়াম’ কোন সময় আসছে তা এখনো জানা যায়নি। তবে শোনা যাচ্ছে শেষ হয়ে যেতে পারে অরিন্দম-নোলকের যাত্রা। হ্যাঁ, বন্ধ করে দেওয়া হতে পারে ‘গোধূলি আলাপ’। টিআরপি কম থাকায় এই ধারাবাহিক নিয়ে চিন্তা ভাবনা করছেন নির্মাতারা। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
চলতি বছরেই মার্চ মাসে স্টার জলসার ‘গোধূলি আলাপ’-এর যাত্রা শুরু হয়। মাঝে সময় পরিবর্তন হয়েছে। তবে টিআরপি কম থাকলেও সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিকটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এমনকি নোলক অর্থাৎ অভিনেত্রী সোমু সরকারের অভিনয় যথেষ্ট প্রশংসা পেয়েছে দর্শকমহলে।
আবার অনেকে বলেছেন সময় পরিবর্তন করা হতে পারে। তবে দেখার বিষয় রাজ চক্রবর্তীর এই ধারাবাহিকটি কি সত্যিই শেষের পথে না আবারো সময় পরিবর্তন করবেন নির্মাতারা?
Actually godhuli alap is a very touching serial with the stellar star cast doing credit to their roles. Unfortunately the shoddy script makes absolute mess of the episodes. How can the viewers believe that a renowned lawyer can be taken for a ride to this extant. Also too much importance is being given to nolok’s decisions after all as per script she is too young and not much educated. Instead of suggesting DNA test the erudite lawyer and the family members can offer no concrete solutions. Such episodes make viewers lose interest.
I totally agree with you A lawyer of such high stature should be made to do something worthwhile Script writer should pay a little more attention to this
সত্যি বলতে কি,serial টি অন্যরকম বলেই দেখি।কিন্তু এই প্রথম মনে হচ্ছে অন্য গুলো র মতোই চলছে।সবচেয়ে আগে তো DNA টেস্ট হবার কথা,সেটাই হলো না।একজন lawyer বা তার বাড়ির লোক সেটাই করবে না!!Lawyer হয়েও তিনি বেনারসে নিজে যাবেন না,যখন জানেন যে বাড়িতে ক্ষতিকর কেউ আছে।plz,serial টি বন্ধ না করে একটু logically bhebe অন্য রকম ভাবে এগোন।