মাধবীলতা মাত্র তিন মাসেই শেষ হয়ে যায় টিভির পর্দা থেকে। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে ছিলেন অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া এবং অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায়। ধারাবাহিকের ডায়লগ থেকে গল্প দর্শকমহলে ভালোই জনপ্রিয়তা পেলেও টিআরপি লিস্টে খেল দেখাতে পারেনি সেভাবে। বাধ্য হয়েই বন্ধ করে দেওয়া হয়েছিলে এই ধারাবাহিক।
এরপর অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া আবার ফিরে আসেন নতুন ধারাবাহিক নিয়ে। যার নাম ‘মুকুট’। এই মুহূর্তে জি-বাংলায় রাত সাড়ে নটা’র স্লটে এই সিরিয়াল সম্প্রচারিত হয়। ঠিক যেই সময় বাংলার এক নাম্বার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ বিপরীত চ্যানেলে সম্প্রচার হয়।
‘অনুরাগের ছোঁয়া’কে টক্কর দেওয়ার জন্যই শ্রাবণী ভুঁইয়ার নতুন ধারাবাহিক আনা হয়। কিন্তু ভাগ্যটাই খারাপ, অনুরাগের ছোঁয়া’র জন্য এই সিরিয়ালের দর্শকই নেই। এমনকি ফেসবুক বা ওটিটিতেও মুকুট দেখতে চাইচ্ছেন না মানুষ। কিন্তু কেন?
দর্শকের প্রতিক্রিয়া অনুযায়ী, ‘মুকুট’ সিরিয়ালের কাস্টিং একেবারেই ভালো নয়। নায়কের কোনও সংলাপ নেই। এমনকি নায়িকার ডায়লগ ন্যাকা ন্যাকা। এতই বোরিং গল্প যা ১০ মিনিটের বেশি আর দেখা যাচ্ছে না”। দর্শকরা এমনটাই রিভিউ।
এদিকে মুকুট ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় টিআরপি তালিকায় ডুবতে বসেছে এই ধারাবাহিক। সেক্ষেত্রে নির্মাতারা কতদিন এই ধারাবাহিক টানবে সেটাই দেখার। নাকি মাধবীলতা’র মতোই বাধ্য এই ধারাবাহিকেরও ইতি ঘটবে?