
বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী হলেন মৌসুমী সাহা। যিনি একাধিক বাংলা সিনেমা, সিরিয়াল কাজ করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে দেব সকলের সঙ্গে কাজ করেছেন। একসময় চুটিয়ে সিনেমায় কাজ করেছেন তিনি।
১৯৮৯ সালে অভিনয়ে জগতে পা রাখেন। ‘জন্মভূমি’ ধারাবাহিক ছিল তার জীবনের টার্নি পয়েন্ট। এই ধারাবাহিক পাকাপাকি জায়গা করে দেয় এই ইন্ডাস্ট্রিতে। সেই বছরই সুযোগ আসে তরুণ মজুমদারের ‘আপন আমার আপন’ ছবির।
বিয়ের পর সংসার এবং অভিনয় জীবন সমানতালে চালিয়ে গেছেন। তবে সংসার সামলে কর্মজীবন পথটা অতটা সহজ ছিল না। সেই অভিজ্ঞতা একসময় শেয়ার করে নেন এই সময়ের পেজে। এই সাক্ষাৎকারে অভিনেত্রী তার শাশুড়ি মায়ের কথা তুলে ধরেন।
অভিনেত্রী জানান, য়ের থেকে শুরুতে যে সহযোগিতা পেয়েছিলেন, শাশুড়ির থেকে তিনি একেবারেই তা পাননি। তবে অভিনয় তার প্রাণ ছিল তাই তিনি বলেই দেন অভিনয় ছাড়তে পারবেন না। জন্মভূমি চলাকালীন শাশুড়িকে নিয়ে যেতেন আত্মীয়দের বাড়িতে। সিরিয়ালের দরুন সকলের কাছে আরও খাতির যত্ন পেতেন তার শাশুড়ি মা। বৌমা সেই সিরিয়ালের অন্যতম কাস্ট বলে কথা। আর এই সব বিষয় গুলো শাশুড়ির মনের বরফ গলিয়ে দিত।
অভিনেত্রী বলেন, ‘অভিনয় খারাপ ‘লাইন’, সেখানে ‘খারাপ’ মেয়েদের যাতায়াত— এমন এক ধারণা থেকে শাশুড়িমাকে মুক্ত করতে চেয়েছিলাম। আমি যেদিন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পাই, তাঁকে নিয়ে গিয়েছিলাম পুরস্কার নিতে। সেদিন শাশুড়িমা বুঝেছিলেন, বৌমা ‘খারাপ লাইন’-এ নেই। এই কথাটা বোঝাতেই অভিনয় ছাড়িনি।’
সুত্রঃ eisamay . com/entertainment