মনে পড়ে ‘চোখের তারা তুই’ ধারাবাহিকের আয়ুষ আর তুতুলের কথা? ধারাবাহিকে আয়ুষ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা জয় মুখার্জি এবং তুতুল চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ইপ্সিতা মুখার্জি। ২০১৪ সালে জলসার এই মেগা পর্দায় ঝড় তুলেছিল। যা আজও মানুষের মনে গেঁথে রয়েছে।
এক সুপারস্টারের সাথে তার অন্ধভক্ত মহিলা অনুরাগীরা প্রেমের সম্পর্ক সেই সময় টেলিভিশন পর্দায় আলাদা আলোড়ন ফেলেছিল। এরপর এই জুটিকে একসাথে পর্দায় দেখা যায়নি। আয়ুষ-তুতুলের জুটি দর্শকেরা ভীষণ মিস করেন আজও।
তবে এবার বহু বছর পর আবারও এক ফ্রেমে ধরা দিলেন আয়ুষ-তুতুল থুড়ি জয়-ইপ্সিতা। সম্প্রতি ম্যাজিক মোমেন্টসের ১৫ বছর বর্ষপূর্তিতে লীনা গাঙ্গুলি তার সব ধারাবাহিকের কলাকুশলীদের আমন্ত্রণ জানায়।
এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন ইপ্সিতা মুখার্জি আর জয় মুখার্জি। একসাথে হাসিমুখে আড্ডা দিতে দেখা যায় এই জুটিকে। সিটি সিনেমা, টলি ফ্যাক্টজ র তরফ থেকে তাদের একসাথে আলাপের ভিডিও তুলে ধরা হয়। আর সেই ভিডিও দেখে আবারও ‘চোখের তারা তুই’ ধারাবাহিকের স্মৃতি ভেসে যায় নেটিজেনরা।