বাংলা মিডিয়াম ধারাবাহিকের পর ফের ছোটপর্দায় ফিরছেন আয়ুষ দাস

আয়ুষ দাস

বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত মুখ আয়ুষ দাস। ‘বাংলা মিডিয়াম’, ‘কৃষ্ণকলি’, ‘কড়ি খেলা’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় দিয়ে বাঙালির মনে জায়গা করে নিয়েছেন আয়ুষ। এমনকি ‘তোপসে’-র ভূমিকায় অভিনয় করেও বেশ পরিচিতি পেয়েছেন। সম্প্রতি আবারও ছোটপর্দায় কামব্যাক করছেন আয়ুষ।

খুব বেশি দিন হয়নি দর্শকমনে জায়গা করে নিয়েছে সান বাংলার ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিক। গল্পে আলোর মনের কোণের অন্ধকারের খোঁজ কেউ রাখে না। ১৫ বছরের দীর্ঘ সংসারজীবনে প্রাপ্য মর্যাদাটুকুও সে পায়নি। অবশেষে নিজের প্রাপ্য মর্যাদা ফিরে পাওয়ার চেষ্টা করে সে। পথে বাধা আসলেও নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলে সে। এমন পরিস্থিতিতে স্বামীহারা হয়ে অসহায় অবস্থা আলোর।

তখনই আলোর মেয়ে ‘ঝিলিক’-এর জীবনে আসে মনের মানুষ। মেয়ের জীবনসঙ্গীকে কি মেনে নেবে আলো? তবে গল্পে ঝিলিক’-এর মনের মানুষ হিসাবে কাকে দেখা যাবে পর্দায়? জানা যাচ্ছে এই চরিত্রে ধারাবাহিকে দেখা যেতে চলেছে আয়ুষ দাসকে।