মাসকয়েক আগেই জিতু কমলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিল ‘চিরদিনি তুমি যে আমার’ ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়া রায়। পরবর্তীতে দুজনে তা মিটমাট করে নিলেও একাধিকবার জিতু-অনুরাগীদের আক্রমণের মুখে পড়তে হয় দিতিপ্রিয়া কে। এবার দিতিপ্রিয়ার মা-কেও কটাক্ষ করা হয়, এবং তার বিরোধিতা করলন আরেক জনপ্রিয় অভিনেত্রী, ইনফ্লুয়েন্সার আয়েশা ভট্টাচার্য।
সম্প্রতি জলসা ফিকশন নামের একটি পেজ থেকে পোস্ট করা হয়, “মানে দিতিপ্রিয়া যেখানেই যাবে সেখানেই মা’কে নিতে হবে! শুটিং এ প্রতিদিন মাকে নিয়ে আসে মানলাম, তাই বলে জি বাংলার প্রোমোর শুটিংয়েও মা কে সঙ্গে আনতে হবে। কেন বাকি নায়িকারা কি একা শুটিং করে না, একে আসে না?”
“এমন কোনো নায়িকা আছে যে সবসময় মায়ের আঁচল ধরে থাকে। আর দিতিপ্রিয়ার মায়ের যদি মেয়ে কে নিয়ে এতই ভয় তাহলে মেয়েকে ঘরে বসিয়ে রাখুক সিরিয়াল করতে দেয় কেন?”
এই পোস্টে আরও লেখা হয়, “জিতু বলছিল দিতির মাকে খুব ভয় পায়। ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। শুটিং এর কারণে হয়তো নায়িকার হাত ধরতে হবে,জরিয়ে ধরতে হবে,কিস করতে হবে তখন যদি নায়িকার মা এভাবে তাকিয়ে থাকে ভয় পাবে না তো কি করবে। কখন জানি বলে বসে এই ছেলে আমার মেয়ের হাত ধরলে কেন?এই ছেলে আমার মেয়েকে জরিয়ে ধরলে কেন?এই ছেলে আমার মেয়েকে কিস করলে কেন? শেষ পর্যন্ত মনের মধ্যে একটা প্রশ্ন রয়েই গেল আর্য অপর্ণার ফুলসজ্জা যখন হবে, তখনও কি তিনি এইভাবে ফুলসজ্জার ঘরে দাঁড়িয়ে থাকবেন?”
সেই পোস্ট শেয়ার করে দিতিপ্রিয়ার পক্ষে কথা বললেন আয়েশা। পালটা জবাব দিতে সমাজ মাধ্যমে পোস্ট শেয়ার করে আয়েশা লেখেন, “পোস্টের লেখাটা বড়ই হাস্যকর!! একজন মেয়ে তার মাকে সঙ্গে সব সময়ে রাখে বলে তাই নিয়ে এতো কথা! আমিও আমার মাকে সব সময়ে সমস্ত কাজের জায়গায় নিয়ে যাই উনি সব সময়ে আমার সঙ্গে সঙ্গে থাকে… সে কাজের জায়গায় মাকে নিয়ে যাবে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা! যে এই পোস্ট করেছেন তার চিন্তাধারণা দেখে বড়ই অবাক হলাম!! মেয়ে বড় হয় গেলে তাকে একা চলাচল করতেই হবে? মা থাকলেই দোষ হয় যাবে? অদ্ভুত বিচার।”