টেলিভিশনের গন্ডি পেরিয়ে এবার বড়পর্দায় নতুন চরিত্রে আয়েন্দ্রী রায়

 আয়েন্দ্রী রায়

বাংলা সিরিয়ালে নেগেটিভ কিংবা পজিটিভ চরিত্রে অভিনয় করে অল্প সময়ে দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী আয়েন্দ্রী রায়। বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’-তে অভিনয় করতে দেখা যাচ্ছে আয়েন্দ্রী কে। তবে এবার টেলিভিশনের গন্ডি পেরিয়ে নতুন পদক্ষেপ নিতে চলেছেন অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন আয়েন্দ্রী। সেখানে তাকে দেখা যায় ডাবিং রুমে। অভিনেত্রীর এই ছবি ঘিরেই গুঞ্জন, তবে কি নতুন কোন প্রোজেক্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী?

একদমই তাই, টলিউডের বড়পর্দায় অভিনয় করতে চলেছেন আয়েন্দ্রী। রাহুল মুখোপাধ্যায় পরিচালিত নতুন প্রেমের গল্প ‘মন মানে না’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আয়েন্দ্রীকে।

ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায়। ঋত্বিকের প্রাক্তন প্রেমিকার ভূমিকায় অভিনয় করবেন আয়েন্দ্রী। ইতিমধ্যেই ছবিটি ঘিরে কৌতূহল বাড়ছে দর্শকদের মধ্যে।