![অয়ন্যা চট্টোপাধ্যায়](https://progotirbangla.com/wp-content/uploads/2025/01/serial-51.png)
এবার বড়পর্দায় মহুয়া রায়চৌধুরীর জীবনী। সৌজন্য রানা সরকার। সূত্রের খবর অনুযায়ী, প্রাথমিকভাবে ছবির নাম ‘গুনগুন করে মহুয়া’। পরিচালনায় রয়েছেন সোহিনী ভৌমিক।
বাংলা ছবির স্বর্ণযুগের নায়িকা মহুয়া রায়চৌধুরী। যিনি অল্প বয়সেই ৮০টি ছবিতে কাজ করেছিলেন। তার মৃত্যুর বহু বছর পর তাকে নিয়ে তৈরি হবে গল্প।
সবচেয়ে বড় চমক হল, শোনা যাচ্ছে মহুয়া রায়চৌধুরীর চরিত্রে দেখা যেতে পারে ছোটপর্দায় অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়কে। যিনি বোধিসত্ত্ব বোধবুদ্ধি, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ এর মতো ধারাবাহিকে কাজ করেছেন।
তবে এই প্রথম নয়, বড়পর্দায় অনেক আগেই পা রেখেছেন অয়ন্যা। শোনা যাচ্ছে, প্রয়াত অভিনেত্রীর ছোটবেলার চরিত্রে দেখা যেতে পারে অয়ন্যাকে। আবার শেষ জীবনের লুকেও থাকতে পারেন। আজকাল ডট ইনের খবর অনুযায়ী, লুক সেটও হয়ে গেছে। যদিও এই নিয়ে মুখ খুলতে নরাজ ছবির প্রযোজক।