অন্ধকার কাটিয়ে অবশেষে আলোর দিশা পেলেন পরিচালক অয়ন সেনগুপ্ত। প্রায় আড়াই বছর পর ফের নিজের পুরনো ছন্দে ফিরলেন পরিচালক। একসময় পরিচালনার কাজ প্রায় হারিয়ে রাস্তার ধারে নিজের দোকান শুরু করেন তিনি। সংসার চালাতে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক।
তবে এবার নিজের দোকান ‘পেটুক’-এর পাশাপাশি একটি ধারাবাহিকের পরিচালনার দায়িত্বে থাকছেন অয়ন সেনগুপ্ত। কোন ধারাবাহিকের পরিচালনার দায়িত্বে ফিরলেন পরিচালক? ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সহায়তায় ফের পরিচালকের আসনে স্থান পেলেন অয়ন সেনগুপ্ত।
এই বিষয়ে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে অয়ন সেনগুপ্ত জানান, ‘দু’বছর সাত মাস পেরিয়ে মাসের মাথায় পরিচালক শব্দটা আমার নামের সাথে আবার বলতে পারছি। পরিচালক ছিলাম, কিন্তু কোনও ধারাবাহিকে আমার নাম যাচ্ছিল না, কোনও প্রজেক্ট এর সঙ্গে যুক্ত ছিলাম না। কিন্তু অবশেষে ১ জুলাই থেকে আমি শুটিং শুরু করেছি বায়োসিনে প্রোডাকশন এর প্রযোজনায় সান বাংলায় ‘ক্রাইম ডায়েরি’ ধারাবাহিকের। এর মাধ্যমেই আবারও পরিচালনার কাজ শুরু করেছি।’
ফের পরিচালনায় ফিরে দোকান কি বন্ধ করে দেবেন পরিচালক? অয়ন বলেন, ‘একেবারেই তা করছি না, আমার শুটিংয়ের মাঝে আমি দোকানেও সময় দিচ্ছি। দোকানটা অবশ্যই থাকবে কারণ আমার খুব খারাপ সময়ে পাশে ছিল এই ‘পেটুক’।’