মিঠাই ধারাবাহিক থেকেই পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। বর্তমানে বড়পর্দা থেকে ওটিটির দুনিয়ায়ও নজর কেড়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। এমনকি দেবের বিপরীতে নায়িকা হবারও সুযোগ মেলে তার। একসময় টিভির পর্দা থেকে সমাজ মাধ্যম, সর্বত্রই ছেয়ে থাকত মিঠাইরানির ছবি ও ভিডিও। কিন্তু হঠাৎ করেই যেন উধাও হয়ে যান অভিনেত্রী।
শুধু পর্দা থেকে নয়, সমাজ মাধ্যমেও বেশ কয়েক মাস কোন ছবি বা ভিডিও পোস্ট করেননি সৌমিতৃষা। বিশেষ কোনও কারণে নিজেকে সব কিছু থেকে দূরে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী। অবশেষে জানা গেল কী কারণে তিনি সবকিছু থেকে দূরে ছিলেন, সমাজ মাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন সেই খবর।
সোমবার ২১ জুলাই-এর মঞ্চে হলুদ রঙের একটি সালোয়ার কামিজ পড়ে হাজির হন সৌমিতৃষা। এদিন মঞ্চ থেকে বাড়ি ফিরে অনেক দিন বাদে সমাজ মাধ্যমে আগের মতই হাসিমুখে নিজের একটি ছবি পোস্ট করেন সৌমিতৃষা।
সঙ্গে লেখেন, ‘যারা স্বপ্ন দেখেন তারা কখনও স্বপ্ন দেখা বন্ধ করেন না,ধীরে ধীরে সেরে উঠছি’। কিছুদিনের বিরতি নিলেও ময়দান থেকে সরে যাননি তিনি। মাঝে অবশ্য শোনা গিয়েছিল, অসুস্থতার কারণে রাজ্যের বাইরে গিয়ে সৌমিতৃষাকে চিকিৎসা করাতে হচ্ছে। আপাতত নিজের অসুস্থতা নিয়েও কিছুই জানাননি অভিনেত্রী।
তবে পুরোপুরি সুস্থ হয়ে কিছুদিনের মধ্যেই সম্ভবত আবার লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরবেন মিঠাইরানী।