‘নাই বা হলো তোমার বাবা হিরো, নাই বা পেলো উচ্ছ্বাস..’, ছেলের সঙ্গে ছবি শেয়ার করলেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত কিংকর ওরফে অভ্রজিৎ

অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী

চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে কিংকর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। আর্য সিংহ রায়ের পাশাপাশি কিংকর চরিত্রটি দর্শকের মনে আলাদা ছাপ ফেলেছে। তবে এই চরিত্র ভিলেন না পজেটিভ এখনো বোঝা যাচ্ছে না। অনেকেই মনে করছেন গল্পের আসল ভিলেন হয়তো কিংকর।

কিংকর চরিত্রটি পর্দায় নির্ভুল ভাবে ফুটিয়ে তুলছেন অভ্রজিৎ। কর্মজীবনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভীষণ একটিভ তিনি। প্রতি নিয়ত নিত্য নতুন পোস্ট শেয়ার করে দর্শকদের মাতিয়ে রাখেন। কিছুদিন আগেই অভিনেতার তৃতীয় বিবাহবার্ষিকী পালন করেছেন। ফেসবুকে বিয়ের ভিডিও পোস্ট করে লেখেন ‘তিনে পা’।

বর্তমানে অভিনেতার একটি দু’বছরের ছেলেও রয়েছে। তবে এবার ছেলের সঙ্গে একটি সুন্দর ছবি পোস্ট করে ছোটপর্দার কিংকর ওরফে অভ্রজিৎ লেখেন, “সময় আসবে হয়তো আমি থাকবোনা,আমার কর্ম করে pack up hobe, তুমি থাকবে যেরকম ,আমি বাবা মায়ের পরে, তুমি থাকবে লায়ন kinger সিম্বা হয়ে, তোমায় নিয়েই সব চরিত্র করা, খারাপ ভালো দিনের শেষে রোজগার করা, নাই বা হলো তোমার বাবা hero, নাইবা পেলো উচ্ছ্বাস, হয়তো গালাগালি, ওসব ভেবে লাভ কি বলো আদি দিনের শেষে আদির বাবা আমি । i love you মাই son।”

বাবা আর ছেলের এই মিষ্টি ছবি মন জিতে নিয়েছে নেটিজেনদের।