অভ্রজিৎ চক্রবর্তী, যাকে এই মুহুর্তে সকলের ‘চিরদিনই তুমি যে আমার’ এর কিংকর বলেই চেনেন। ধারাবাহিকে অভিনেতার অভিনয় সত্যি প্রশংসনীয়। এর আগেও কে আপন কে পর, অনুরাগের ছোঁয়া সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভ্রজিৎ।
দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ২৪ টা বছর পার করে ফেলেছেন অভিনেতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইন্ডাস্ট্রিতে ২৪ বছর পুর্তি উপলক্ষে একটি পোস্ট শেয়ার করেন। নিজের একটি ছবি পোস্ট করে অভ্রজিৎ লেখেন,
প্রায় চব্বিশ টা বছর, এত গুলো চরিত্র অভিনয়, বন্ধু কুড়িয়েছি বেশি, আমার দিক থেকে, যারা থাকার তারা আজও আছে, প্রতি নিয়ত ফোন করে, প্রশংসা এবং খারাপ করলেও বলে হ্যাঁ এই ইন্ডাস্ট্রি তেই,কমন কথা u are an bloody underrated actor, finest actor, aro anek kichu.
আমার কাছে এটাই তো রিওয়ার্ড এওয়ার্ডের থেকে, সহশিল্পী প্রত্যেকে সাধুবাদ জানিয়েছে, অনেক নাম, বিশ্বজিৎ,জিতুকামাল,আমার প্রিয় দিব্যজ্যোতি, প্রারব্ধি, avik অমিতাভ গোপাল ডিরেক্টরস আরও অনেকে,অনুপম, আমার কাছে আপনারা বড় ক্রিটিক, অনেক কটুকথা শুনছি ইদানীং কিন্তু ভালো লাগছে মধ্য বয়সে এসে ,আমার প্রিয় অভিনেতা অনিমেষ বলেছিল avro তুমি কি তুমি নিজেই জানো না। আজ ২৪ বছর পূর্ণ হলো ক্যামেরার সামনে…Thank you all angels