শুরুর আগেই বিপত্তি! অডিশনেই ‘সারেগামাপা’য় কারচুপি! অভিযোগ জানাল এক প্রতিযোগী

সারেগামাপা

খুব শীঘ্রই জি-বাংলার পর্দায় আসছে ‘সারেগামাপা’। এই মুহূর্তে চলছে কলকাতায় অডিশনের প্রস্তুতি। আর তার মাঝেই বিপত্তি। পর্দায় শুরু হওয়ার আগে গুরুতর অভিযোগ উঠল শোয়ের অডিশন ঘিরে। মূলত এই অভিযোগ প্রাক্তন প্রতিযোগী গৌরব সরকারের বিরুদ্ধেই।

রবিবার কলকাতার এক কলেজে এই গানের রিয়্যালিটি শোয়ের অডিশন রাখা হয়েছিল। আর সেখানে বিরাজকৃষ্ণ সাহা নামক এক ব্যক্তি প্রতিযোগী হিসাবে গান গাইতে যান। আর তার সঙ্গেই নাকি হয়েছে অন্যায়। তিনি অভিযোগ জানান তার গান শুনে নাকি ব্যঙ্গাত্মক হাসি হাসছিলেন গৌরব। পোস্ট করে ওই ব্যক্তি লেখেন, ওঁর যে আচরণ দেখলাম , তা একজন সাধারণ ভদ্র-সভ্য মানুষের গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। সময়ের কথা মাথায় রেখে আমি গানটির আলাপ গাইনি , শুধু মুখরার কুড়ি পঁচিশ সেকেন্ড গাওয়ার পরই আমাকে থামিয়ে দেওয়া হল। আমি গাইবার সময়ে উনি এতটাই উদাসীন ছিলেন যে , গানটি মনযোগ সহকারে শোনার পরিবর্তে ওখানে বসে থাকা আর একজনের সঙ্গে হাসাহাসি করছিলেন যা, মনে হল কিছুটা ব্যঙ্গাত্মক।”

বিরাজকৃষ্ণ সাহা নামক ওই ব্যক্তি আরও জানান, “এক মিনিটের মধ্যেই সবার অডিশন নেওয়া হয়ে যাচ্ছিল! যাই হোক , কলকাতা অডিশনের এই অভিজ্ঞতা আমার জন্য বড়ই তিক্ত ও বেদনাদায়ক।” তবে এই পোস্ট ছড়িয়ে পাড়ার পর পোস্টটি ডিলিট করা হয়। নেটিজেনরা সমালোচনা শুরু করেন

তবে এই ঘটনায় চুপ থাকেননি ‘সারেগামাপা’র প্রাক্তন প্রতিযোগী গৌরব। ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন, ”

নমস্কার! আমি গৌরব সরকার বলছি, প্রথমত এই কার্ড আমার দেওয়া নয়, কারণ আমি প্রত্যেকটি কার্ড সই সহকারে দিয়েছি আর আমার সাথে যিনি কার্ডে অংশগ্রহণকারীদের নাম লিখছিলেন এটা তার হাতের লেখাই নয়। আমি ঢাকুরিয়া রায় পাড়াতে থাকি ১এ বেচু ডক্টর লেনে বিনায়ক আবাসনে, আপনাদের যাদের মনে হয় আপনাদের গান ভালো হওয়া সত্বেও আপনাদের নেওয়া হয়নি আপনারা আমার বাড়ি এসে লাইভ ভিডিও করে অডিশন নিয়ে সবাইকে দেখান, এতটা অধিকার দিয়ে রাখলাম আপনাদের প্রত্যেককে, এতটাই আমি আত্মবিশ্বাসী নিজের সিলেকশন নিয়ে। আমাকে ভুল প্রমাণিত করলে আমি সঙ্গীত ছেড়ে দেবো চিরকালের মতো। আমি গানবাজনার বিষয়ে এতটাই সৎ যে নিজে কোনদিনও এক ফোঁটা সুবিধা কারো কাছে চাইনি আর কাউকে সুবিধা পাইয়েও দিইনা। কাল আমার বহু পরিচিত মানুষ আমার ঘরে অডিশন দিয়েছে। তার মধ্যে ৯৯% ই সিলেক্টেড হয়নি, আবার আমার সম্পূর্ণ অপরিচিত বহু মানুষ সিলেক্টেড হয়েছে সম্পূর্ণরূপে তাদের প্রতিভার নিরিখে। কারো বিষয়ে কিছু বলার আগে জেনে শুনে এবং প্রমাণসহ কথা বলুন, নাহলে নিজেদেরই দিনের শেষে ঠকতে হবে। ভালো থাকুন সক্কলে আর অপেক্ষায় রইলাম যারা আমায় ভুল বললেন, দোষারোপ করলেন তারা নিশ্চিতরূপে আমার বাড়ি এসে ফেসবুক লাইভ সহকারে অডিশন দিয়ে যাবেন।”