শিরীনের রুদ্র রুপেই কামাল! নতুন হয়েও অসাধারণ অভিনয় নতুন অপর্ণার, নবাগতা অভিনেত্রীর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শক

শিরীন পাল 

মাত্র এক মাস হয়েছে বাংলা টেলিভিশনের পর্দায় পা রেখেছেন তিনি, তারমধ্যেই প্রতিনিয়ত চর্চায় উঠে এসেছেন সোশ্যাল মিডিয়ায়। বর্তমান চলাকালীন সিরিয়ালের মধ্যে নতুন মুখ। তিনি হলেন নবাগতা অভিনেত্রী শিরীন পাল। যাকে আপনারা নিয়মিত দেখতে পাচ্ছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অপর্ণার চরিত্রে।

দিতিপ্রিয়ার ছেড়ে যাওয়ার চরিত্রের হাল ধরেন তিনি। নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করতে খুব বেশি সময় নেয়নি নাট্যমঞ্চের মেয়েটি। প্রতিদিন নিজের অভিনয় দক্ষতা বাড়াচ্ছেন।

অভিনয় এক্সপ্রেশনের উন্নতি ঘটছে শিরীনের মধ্যে। প্রথমদিনের অপর্ণার সেই এন্ট্রির অভিনয়ের সাথে আজকের অভিনয়ের অনেক পার্থক্য। বলা যায়, নতুন হিসাবে অভিনয়ে অসাধারণ শিরীন পাল।

সম্প্রতি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে একটি এপিসোডে শিরীনের চোখে মুখের ভঙ্গিমা নিয়ে জোর চর্চা চলছে সোশ্যালে। এপিসোডে দেখা যায় আর্য অজ্ঞান হয়ে যাওয়ার তার ছটফটানি যেন হুবহু বাস্তবের মিল। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার যে ভয়, আত্মনার্দ স্পষ্ট ফুটে ওঠে অপর্ণার মুখ চোখে মুখে। অনেকের মতে শিরীনের সেই অভিনয় যেন কাল্পনিক নয়, বাস্তব।

ভিলেন মেঘরাজকে শাস্তি দেওয়ার জন্য অপর্ণার রুদ্র রুপ ধারণ করে। এই দৃশ্য যেন নিজের সেরাটা উজাড় করে দেন শিরীন। নবাগতা অভিনেত্রীর লুকের এক্সপ্রেশনে মুগ্ধ হয়ে যান দর্শক।

কারো মতে, ‘শিরীন খুব সুন্দর অভিনয় করছে’, আবার কারো মতে, ‘মেয়েটা দিতিপ্রিয়ার অভিনয় করে ভুলিয়ে দিচ্ছে’। এক নেটিজেনের দাবি, ‘প্রথমদিন থেকে ওর অভিনয় দেখছি খুব ভালো নতুন হিসাবে। রোজ যেন ওর অভিনয় ইম্প্রুভ হচ্ছে।’ আবার কেউ লিখছেন, ‘মেয়েটা অনেক দুর এগোবে।’ আবার কেউ জানিয়েছেন, “খুব ভালো করছে শিরীন। খুব তাড়াতাড়ি অপর্ণা চরিত্রটা ধরে নিয়েছে।” সবমিলিয়ে শিরীনের অভিনয়ে সন্তুষ্ট দর্শকেরা।