জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকের মূল ট্যাগ লাইন ‘তেতো টুকু পার করলেই মিঠের হদিস’। ধারাবাহিকের প্রথমদিন থেকে দেখানো হয়েছে একটি মেয়ের বিয়ের পর শ্বশুরবাড়িতে মানিয়ে থাকার জন্য তাকে প্রচুর বাধা অতিক্রম করতে হয়।
জি-বাংলার এই ধারাবাহিকে বাস্তব দিক ফুটিয়ে তোলা হয়েছে, যা ভীষণ উপভোগ করেন দর্শক। একটি একান্নবর্তী পরিবারে শাশুড়ি-বৌমার টক-ঝাল-মিষ্টি সম্পর্ক আবার বাড়ির গুরুজনরা একটু সেকেলের ধরনের হয়, তাদের মত বিরোধ, এই সব কাহিনী তুলে ধরা হয়েছে।
সৃজনদের বাড়িতে অনেকেই সেকেলের। তাদের মধ্যে একজন হলেন সৃজনের জেঠু অর্থাৎ চয়নের বাবা। যিনি দর্শকের কাছে ‘মানেটা কি’ জেঠু নামে পরিচিত। যিনি একটু কড়া ধাঁচের, বাড়ির বউদের শাসনে রাখতে পছন্দ করেন।
নিজের ছেলে যখন বেকার ছিল তাকে কটুকথা শুনিয়েছেন আবার ছেলের চাকরি পাওয়ার আনন্দের রাস্তার লোক জোড় করে আনন্দে লাফিয়েছেন। ধারাবাহিকের এই দৃশ্যটুকু মন জিতে নিয়েছে দর্শকদের। সৃজনের জেঠুর প্রশংসায় পঞ্চমুখ দর্শক।
এক নেটিজেন এই দৃশ্যটুকুর ছবি শেয়ার করে লিখেছেন, “তেতো টুকু পার করলেই মিঠের হদিস। আজকে এই সিন টা আবারও প্রমাণ করে দিলো। জানি যে জেঠু পরে আবার ধ্যাস্টামো শুরু করবে কিন্তু ছেলের সাফ্যোলে জেঠুর আনন্দ এর সীমা নেই। জেঠু এটাও প্রমান করলো যে সবসময় যে ছেলে কে ভালোবাসতে হবে তবেই সেই সাফল্য পাবে তা নয়। মাঝে মাঝে একটু কড়া হতে হয়।”