পর্দায় আসছে একাধিক নতুন ধারাবাহিক। যার জেরে শেষ করে দেওয়া হচ্ছে বেশ কিছু বাংলা ধারাবাহিক। ইতিমধ্যে বন্ধ হয়েছে ‘খেলনা বাড়ি’ ধারাবাহিক। ধারাবাহিক বন্ধের তালিকায় রয়েছে ‘গৌরী এলো’ ধারাবাহিকও।
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বন্ধ হবে সকলের প্রিয় ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিক। আর এই ধারাবাহিক বন্ধের ঘোষণার পর থেকেই চ্যানেলের বিরুদ্ধে বেজায় চটেছেন ধারাবাহিকের দর্শকেরা। এই ধারাবাহিকে তেমন শক্তিশালী ভিলেন চরিত্র নেই, এমনকি নেই সাংসারিক কুটকাচালিও। যার জন্য ধারাবাহিকের টিআরপি কম। কারণ ধারাবাহিকের গল্প যত বেশি কুটকাচালি, ভিলেনগিরি দেখানো হবে তত দর্শক বেশি আকৃষ্ট হয়ে থাকেন।
তবে স্টার জলসার ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ খুব সুন্দর স্বচ্ছ একটি ধারাবাহিক। এই ধারাবাহিকের নির্দিষ্ট কিছু দর্শকেরা রয়েছেন। পর্দায় কমলা এবং মানিকের মিষ্টি বৈবাহিক সম্পর্ক দেখতে ভীষণ পছন্দ করছেন দর্শকেরা। তবে অনেকের মতে এই ধারাবাহিক বন্ধ করা উচিত নয়। অনেকেই চ্যানেলের উপর ক্ষোভপ্রকাশ করেছেন।
দর্শকের মতে, বন্ধ করতে হলে ‘গাঁটছড়া’ ধারাবাহিক বন্ধ করা উচিত কারণ ওই ধারাবাহিকে দেখানোর মতো কোনও গল্প নেই। কিন্তু গাঁটছড়া বন্ধ না করে কমলা শ্রীমান সুন্দর ধারাবাহিক বন্ধে করে দিচ্ছে চ্যানেল। কেন গাঁটছড়া বন্ধ হচ্ছে না? এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন নেটিজেনরা। অনেক স্টার জলসা বয়কটের ডাক দিয়েছে।