কথায় আছে, বিয়ের পর তেতোটুকু পেরলেই মিঠের হদিশ পাওয়া যায়। এই কনসেপ্ট নিয়েই তৈরি হয়েছে জি-বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। শুরু থেকেই দর্শকের মন জিতে নিয়েছে পল্লবী শর্মার অভিনীত এই ধারাবাহিক।
ধারাবাহিকে সৃজন-পর্ণা’র বিয়ে ঘিরে তুলে ধরা হচ্ছে বাস্তব চিত্র। বিয়ে নিয়ে পাত্র পক্ষ এবং পাত্রী পক্ষের মধ্যে একটা লড়াই লেগেই থাকে। চিরাচরিত হয়ে আসছে সবসময় পাত্র পক্ষের কাছে নত হয়ে থাকবে পাত্রী পক্ষ। পাত্র পক্ষ যা বলবে তাই মেনে নিতে হবে পাত্রী পক্ষকে। তবে যুগ অনেকটাই পাল্টেছে। সেইরকম এক দৃশ্য ফুটে উঠল ‘নিম ফুলের মধু’তে।
বিয়ের পর পর্ণার বাড়ির লোকজনকে অপমান করে ছেলের বাড়ির লোকজন। মেয়ের বাড়ির লোকজন প্রতিবাদ করতে গেলে পাত্রপক্ষের দাবি, “মেয়ের বাড়ির লোকজন সবসময় ছেলের বাড়ির লোকজনের কাছে মাথা নীচু করে”। আর এই কথা দৃঢ় প্রতিবাদ জানান পর্ণার মা। তিনি ছেলের বাড়ি এই সমস্ত অজুহাত শুনতে নারাজ। মেয়ের মা বলেন, ‘এই মূহুর্তে এই বাড়ির চৌহদ্দি থেকে আমরা বেড়িয়ে যাব। পর্ণা তুমি আজ যাবে না কাল সেটা ঠিক কর’। মেয়ের মার মুখে এরকম কথা শুনে প্রশংসা জানাচ্ছেন দর্শক। অধিকাংশ দর্শকের মতে “সব মায়েদের পর্ণার মায়ের মতো হওয়া উচিত”।