মিষ্টি কথায় দর্শকদের মুগ্ধ করছে ছোট মিছরি, ‘উড়ান’ ধারাবাহিকে এই ছোট ‘মিছরি’ আসলে কে?

মিছরি

বাংলা সিরিয়ালে আজকাল বেশ কিছু খুদে তাদের মিষ্টি অভিনয়, কথাবার্তা, চোখের অঙ্গিভঙ্গি দিয়ে দর্শকদের মন জয় করছে। এমনকি এই ছোট সদস্যদের দেখার জন্য দর্শকেরা অপেক্ষা করে থাকেন। যেমন – অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সোনা-রুপা, ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকের মিহি আবার মিঠাই ধারাবাহিকের ছোট মিষ্টি আর শাক্য। এই খুদে শিশুগুলি খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এবার এই খুদে শিল্পীদের মধ্যে আরও এক খুদে শিল্পী চর্চায় উঠে আসছে আজকাল। কে বলুন তো?

স্টার জলসার ‘উড়ান’ ধারাবাহিকের খুদে সদস্য ছোট মিছরি। তবে সে খুব ছোট। বয়স মাত্র ২ বছর ৮ মাস হবে। ৩-এ এখনো পা দেয়নি ছোট মিছরি তবে এই মিষ্টি খুদে তার মিষ্টি কথায় ইতিমধ্যে দর্শকদের নজর কাড়ছে। কিন্তু কে এই মিছরি? জানেন কি?

মিছরি

এই ছোট মিছরি’র আসল নাম শ্রীনিকা ঘোষাল। মূলত সোশ্যাল মিডিয়ার দৌলতেই ভাইরাল হয় তার ভিডিও। আর তারপরেই রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যায় নেটপাড়ায়। মিছরি’র মার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। যার নাম ‘মিছরি অ্যান্ড মাম্মা’। আর এই চ্যানেলে প্রতিনিয়তি ব্লগে মিছরি সারাদিন কি কি করে তা তুলে ধরা হয় তার পরিবারের তরফ থেকে।

মূলত জামাইষষ্ঠীতে মিষ্টি বউ সাজার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে আরও একটি বাচ্চা ছেলেকে দেখা যায়। তাদের এই ভিডিও নেট দুনিয়া ব্যাপক ভাইরাল হয়ে পড়ে। আর সেখান থেকে জনপ্রিয়তা পায় এই খুদে কন্যা।

জানলে অবাক হবেন ইতিমধ্যে ইন্টারন্যাশনালে একটি ব্র্যান্ডের মডেল মিছরি। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠার পরেই ছোট শ্রীনিকা নজরে আসে চ্যানেলের। আর সেখান থেকেই সিরিয়ালে সুযোগ। মাত্র আড়াই বছরের এই খুদে কন্যার মিষ্টি হাসিতে মন গলছে সিরিয়ালপ্রেমীদের।