সুখবর! ঘরে এলো নতুন অতিথি, মা হলেন এই জনপ্রিয় অভিনেত্রী

আথিয়া শেট্টি

গত বছর নভেম্বর মাসেই সুখবর শেয়ার করেছিলেন সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি। মা হওয়ার খবর নিজেরাই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। দিন গুনছিলেন গোটা পরিবার।

অবশেষে অপেক্ষার অবসান। মা হলেন আথিয়া শেট্টি। সোমবার রাত ৮ টা ২০ মিনিট সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাগ করে সুখবর শেয়ার করে নেন। একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আথিয়া। পোস্ট শেয়ার করার পর থেকেই শুভেচ্ছায় ভেসে গিয়েছেন তারকা দম্পতি।

আথিয়া শেট্টি

প্রসঙ্গত, ২০১৯ সালে এক বন্ধুর মাধ্যমে আলাপ রাহুল-আথিয়ার। তার পর প্রায় চার বছরের প্রেম। অবশেষে ২০২৩ সালে চার হাত এক হয় ক্রিকেট তারকা কেএল রাহুল ও সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টির। বিয়ের দুবছরের মাথায় তাদের ঘরে সন্তান এলো।

 

View this post on Instagram

 

A post shared by Athiya Shetty (@athiyashetty)