আরাত্রিকা নয়, সারেগামাপা’য় জিতল দেয়াশিনী! ‘ষড়যন্ত্র, যোগ্য বিচার হয়নি’, ক্ষোভ প্রকাশ দর্শকের

সারেগামাপা

অবশেষে হয়ে গেল সারেগামাপার গ্র্যান্ড ফিনালে। ২ রা মার্চ অনুষ্ঠিত হয়েছে বাংলার সারেগামাপা। ছোটদের মধ্যে বিজেতা হয়েছে অতনু মিশ্র আর বড়দের মধ্যে বিজেতা হলেন দেয়াশিনী রায়। কালিকাপ্রসাদ সম্মান পেয়েছেন আরাত্রিকা। বড়দের মধ্যে দ্বিতীয় পজিশনে যুগ্মভাবে সাঁই ও ময়ূরী।

যদিও বিচারকদের এই বিচারে একেবারেই সন্তুষ্ট নয় দর্শক। যদিও এই প্রথম না প্রতি বছর বিচারকদের বিচারে একেবারেই খুশি হন না দর্শক। আগে একবার কাবোকে বিজেতা না করে পদ্মপলাশকে বিজেতা করায় দর্শকের তুমুল রোষের মুখে পড়তে হয়।

ফের চলতি সিজেনেও ফিনালের পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছে দর্শকেরা। তাদের মতে অনীক-আরাত্রিকা বিজেতা হওয়ার যোগ্য প্রার্থী ছিল। এক নেটিজেন লেখেন, ‘যোগ্য বিচার হয়নি। আরাত্রিকা প্রথম তিনে থাকা উচিত ছিল।’ আবার একজন লিখেছন, ‘দর্শকাসনে ‘সুজিত বসু থাকবেন, আর সেখানে আরাত্রিকা কিছু হবে! চ্যানেলের ঘাড়ে কটা মাথা?’