করোনার দ্বিতীয় ঢেউ ভারতে ক্রামগত বৃদ্ধি পাচ্ছে। মৃত্যুর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। মানুষ দিন কাটাছে ভয়ের মধ্যে। আর এই চরম সংকটের মধ্যে ডাক্তার ও নার্স তাদের অক্লান্ত পরিশ্রম করছে মানুষের প্রাণ বাঁচানোর জন্য।
করোনা অতিমারি জেরে ভারত আজ বিপর্যয়ের মুখে। হাসপাতাল বেড এবং অক্সিজেন আজ সঙ্কটের মুখে। করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে মানুষের দরকার মনের জোর।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও যা দেখলে আপনার মনে জোর আসতে পারে। কারণ এই ভিডিওটি একটি ৯৫ বছরে বৃদ্ধার। যিনি এই বয়সে করোনা আক্রান্ত। তবে বাকিদের মতো জীবন যুদ্ধে ভেঙ্গে পড়েনি সে। বরং হাসপাতালে বেডে শুয়ে নিজের জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন।
View this post on Instagram
গুজরাটের রাজকোটের বাসিন্দা এই বৃদ্ধা। মুখে অক্সিজেন মাস্ক ও নল লাগানো অবস্থাতেও জনপ্রিয় গুজরাটি নৃত্য গরবা নেচে সবাইকে উৎসাহ দিচ্ছে। শরীরে হাজার কষ্ট উপেক্ষা করে আনন্দের সাথে জীবন যুদ্ধে লড়ছেন।