বয়স ৮০ পার, এই বয়সে রবীন্দ্র সঙ্গীতে নাচ করে তাক লাগালেন শান্তনু মৈত্রর মা, ভিডিও দেখলে মন ভালো হবে আপনারও

 শান্তনু মৈত্রর মা

বয়স কখনও প্রতিভাকে ছুঁতে পারে না। সেই কথাটা আরও একবার প্রমাণ করে দিলে বিখ্যাত সুরকার শান্তনু মৈত্রের শেয়ার করা একটি ভিডিও। ভিডিও দেখে সকলের চোখ যেন সেখানেই আটকে রয়েছে। ভিডিও ভাইরাল হতেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।

শান্তনু মৈত্রর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে তার মা মঞ্জু মৈত্র রবীন্দ্র সঙ্গীতে অসাধারণ নৃত্য পরিবেশন করছেন। যা দেখে প্রশংসা জানাচ্ছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, সুরকারের মায়ের বয়স প্রায় ৮০ পেরিয়ে গেছে। এই বয়সেও তার এত সুন্দর নাচ দেখে অবাক হচ্ছেন সকলে। মায়ের নাচের এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে সুরকার লেখেন,  ‘এটাই আমার মা, উনি যেটা সবথেকে ভালোবাসেন করতে রবীন্দ্র সঙ্গীতে নাচ করতে সেটাই উনি করছেন। এটাই ওঁর ভালো থাকা। আমি মাকে এভাবেই সবসময় ঘরে বাইরে দেখে এসেছি। এটা নিউ দিল্লির চিত্তরঞ্জন পার্কের একটি মহিলা সমিতির অনুষ্ঠানে মায়ের নাচের ভিডিয়ো। কিছুদিন আগে সেখানে পারফর্ম করেছে। আমি সব মাসীদের ধন্যবাদ জানাচ্ছি যাঁরা মায়ের নাচের ভিডিয়োগুলো আমায় পাঠিয়েছেন।’

তার এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এক নেটিজেন কমেন্ট বক্সে প্রশংসা জানিয়ে লেখেন, ‘অসাধারণ! নাচ শেখা বা করার জন্য কোনও বয়সের প্রয়োজন হয়না 😊❤️ইচ্ছা টাই যথেষ্ট।”

 

View this post on Instagram

 

A post shared by Shantanu Moitra (@moitrashantanu)