সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ঘটনা ভাইরাল হয়ে পড়েছে। ঘটনাটি একটি ছোট অসহায় মেয়ে ঝিলিকের। যার বয়স মাত্র ১১। লেখাপড়া খেলা-ধুলা করার বয়সে এই ছোট মেয়েটি সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছে। এই বয়সে শয্যাশায়ী বাবাকে বাঁচাতে রাস্তায় রাস্তায় ঘুরছে ছোট্ট ঝিলিক। দুনিয়ার এই কঠিন সত্যিটা সামনে ঘুরছে সকলের।
সুত্র অনুযায়ী, ঝিলিক নামের এই মেয়েটি উলুবেড়িয়া থানার হিরাপুর দক্ষিণ রামচন্দ্রপুরের বাসিন্দা। বাবা সুশান্ত মন্ডল ( ৫০ )। তার বাবা ছিলেন পেশায় একজন শ্রমিক। কিন্তু বাবা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ায় সমস্ত দায়িত্ব এসে পড়েছে ছোট্ট ঝিলিকের কাঁধে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ভ্যানে করে শয্যাশায়ী বাবাকে নিয়ে হন্য হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে সাহায্যের জন্য। সম্প্রতি এই ঘটনা নজরে আসে অভিনেতা তথা সাংসদ দেবের। আর দেখা মাত্রই যোগাযোগ করেন ছোট মেয়েটির সঙ্গে। তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন অভিনেতা।
ঝিলিকের এইরকম পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেছেন দেব। টলি অভিনেতা জানান, ‘লেখাপড়া করার বয়সে ছোট্ট মেয়েটিকে কাজ করতে হচ্ছে এটা খুবই দুঃখজনক। খুব খারাপ লাগছে, তবে আমার পক্ষে যতটা সম্ভব হবে আমি করবো। আমি ভগবান নই, ওর বাবাকে সুষ্ঠ করে তুলতে পারব না ঠিকই, তবে যথাসাধ্য চেষ্টা করব’।
দেব আরও জানান, ‘ওকে যাতে এভাবে রাস্তায় রাস্তায় আর না ঘুরে বেড়াতে হয় আর স্কুলে যেতে পারে তাঁর ব্যবস্থা করব। আর বাকিদেরও অনুরোধ করব এগিয়ে এসে ওর পাশে দাঁড়ানোর জন্য’।
সূত্রঃ bongtrend . com/dev-helps-little-jhilik-and-her-ill-father/