চলতি সপ্তাহ চলে এলো বাংলা ধারাবাহিকের টিআরপির তালিকা। এর উপর নির্ভর করে ধারাবাহিকের অস্তিত্ব। কে হল বাংলার টপার? সকলের চোখে এই দিকেই থাকে। চলতি সপ্তাহও বাংলার টপার হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক। তবে নম্বর অনেকটাই কমে গিয়েছে। গত সপ্তাহে অনুরাগের ছোঁয়ার নম্বর ছিল ৯.৬। কিন্তু এই সপ্তাহে নম্বর কমে দাঁড়িয়েছে ৯.২।
অন্যদিকে ৮.৭ রেটিং নিয়ে এবারও দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরী এলো’, তাঁর প্রাপ্ত নম্বর ৮.৪। চতুর্থ স্থানে খেলনা বাড়ি এবং পঞ্চম স্থানে রয়েছে নিম ফুলের মধু।
চলতি সপ্তাহ প্রথম দশের তালিকায় না থাকলেও নতুন ধারাবাহিক ‘বালিঝড়’-কে হারিয়ে স্লট লিডার হয়েছে মিঠাই। প্রথম সপ্তাহে বালিঝরের স্কোর মাত্র ৪.৫। অন্যদিকে মিঠাই পেয়েছে ৬।
স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিকও ধীরে ধীরে নম্বর বাড়াচ্ছে। চলতি ০.১ নম্বর বাড়িয়ে দশম স্থানে রয়েছে স্বীকৃতি মজুমদারের এই ধারাবাহিক। আশাকরা যাচ্ছে খুব শীঘ্রই প্রথম পাঁচে উঠে আসবে এই ধারাবাহিক।
প্রথম – অনুরাগের ছোঁয়া (৯.২)
দ্বিতীয় – জগদ্ধাত্রী (৮.৭)
তৃতীয় – গৌরী এলো (৮.৪)
চতুর্থ – খেলনা বাড়ি (৮.৩)
পঞ্চম – নিম ফুলের মধু (৭.৮)
ষষ্ঠ – বাংলা মিডিয়াম (৭.৬)
সপ্তম – রাঙা বউ (৭.৪)
অষ্টম – পঞ্চমী । গাঁটছড়া (৬.৭)
নবম – এক্কা দোক্কা (৬.৬)
দশম – মেয়েবেলা (৬.৪)