দুঃসংবাদ! ৭ মাসেই বন্ধ হল এই জনপ্রিয় মেগা ধারাবাহিক, মন খারাপ দর্শকের

দুই শালিক মেগা ধারাবাহিক

অবশেষে ৭ মাসের যাত্রা শেষ হল স্টার জলসার দুই শালিক মেগা ধারাবাহিকের। দুই যমজ বোনের গল্প নিয়ে শুরু হয়েছিল এই মেগা। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তিতিক্ষা দাস এবং অভিনেত্রী নন্দিনী দত্ত।

মাত্র কয়েক মাসেই গল্প ফুরলো খি ঝিলিকের। ধারাবাহিকের শেষদিনে ফেসবুকে আবেগঘন পোস্ট করলেন নায়ক সায়ন বোস। শুটিং ফ্লোর থেকে শেষদিনের ছবি শেয়ার করে লিখলেন, ‘আমরা কেবল একটি অনুষ্ঠান নই – আমরা প্রেম ও হাসির এক জোড়া মিশ্রণ, নাটকের এক ঝলক, অবিরাম বিশৃঙ্খলা এবং একটি সুন্দর জগাখিচুড়ি। ভিন্ন গল্প, একটি সুন্দর পরিবার!’

দুই শালিক মেগা ধারাবাহিক

যেকোনো প্রিয় ধারাবাহিক শেষ হয়ে যাওয়া মানে সেই ধারাবাহিকের দর্শকের জন্য দুঃখজনক। ৫ ই মে থেকে দুই শালিকের জায়গায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী।