বয়স মাত্র ৬, এই ছোট বয়সে বিশ্ব রেকর্ড করল আমেদাবাদের ছেলে আরহাম ওম তালসানিয়া। কম্পিউটার প্রোগ্রামার হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল এই খুদের।
কম্পিউটার প্রোগ্রামিং বিশাল জ্ঞান অর্জন করে তাক লাগিয়ে দিল এই খুদে। কোডিং ল্যাঙ্গুয়েজ পাইথন প্রোগ্রামিংয়ে পাশ করে রেকর্ড গড়েছে আমেদাবাদের এই ছোট খুদে। আরহামের বাবা পোগ্রামিং নিয়ে কাজ করত আর সেখান থেকেই আরহামের আগ্রহ জন্মায়। মাত্র ৩ বছর বয়স থেকেই পাইথন প্রোগ্রামিং নিয়ে কাজ করে।
মাইক্রোশং থেকে সার্টিফিকেশন পরীক্ষা পাশ করে পাইথন প্রোগ্রামিংয়ের কাজ শুরু করে এবং বাবার থেকেই কোডিং শেখে। তারপর ছোট খাটো গেম তৈরি করতে থাকে। গিনেস কর্তৃপক্ষের কাছে খবর গেলে তারা নমুনা চেয়ে পাঠায়। গিনেস কর্তৃপক্ষের কাছে তার কাজ পাঠানো হলে তারা জানায়, নতুন রেকর্ড সৃষ্টি করেছে আরহাম। ছেলের এই সন্মান অর্জনে গর্বিত তার বাবা।