“আমি ভাবতেও পারিনি…”, মাত্র ২৮ বছর বয়সেই জীবনের বড় স্বপ্নপূরণ করলেন শ্রীমা ভট্টাচার্য

শ্রীমা ভট্টাচার্য

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া’য় দ্যুতি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন শ্রীমা ভট্টাচার্য। খড়ির বোনের চরিত্রে অভিনয় করে ভালো প্রশংসা কুড়িয়েছেন শ্রীমা।

পার্শ্ব চরিত্রে অভিনয় করেই দর্শকের মন জিতছেন এই অভিনেত্রী। তবে এক সময় পর্দায় নায়িকা হয়েই পরিচিতি লাভ করেছিলেন। বহুদিন যাবদ ছোটপর্দায় দেখা মেলেনা অভিনেত্রীর। তবে মাঝে মধ্যেই জীবনের নানা সুন্দর মুহূর্ত তিনি ভাগ করেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি শ্রীমা নিজের জীবনের ইচ্ছে পূরণের গল্প শেয়ার করলেন সমাজ মাধ্যমে। গত বছর প্রয়াগরাজে গিয়েছিলেন শ্রীমা। তবু পৌঁছতে পারেননি ত্রিবেণী সঙ্গম পর্যন্ত। ঠিক তার আগের রাতে ভিড়ের ঠেলায় পদপিষ্টের ঘটনায়, ইচ্ছেপূরণ হয়নি শ্রীমার।

বরাবরই মহাদেবের ভক্ত অভিনেত্রী। তাই এবার ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে সেই মনের ইচ্ছা পূরণ হল অভিনেত্রীর। মহারাষ্ট্র রাজ্যের নাসিক শহরের কাছে ত্রিম্বকে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি।

দেড়-দুই লক্ষ মানুষের ভিড়ের মাঝেও শ্রীমা দর্শন পেয়েছেন মহাদেবের। এ যেন অভিনেত্রীর জীবনে বড় স্বপ্নপূরণ।

শ্রীমার কথায়, ‘তুমি না চাইলে তোমার দর্শন হয় না, এটাই সত্যি। জীবনের প্রথম জ্যোতির্লিঙ্গ দর্শন। এর আগেও দু’বার তোমার মন্দিরের খুব কাছে পৌঁছেও তোমার দর্শন পাইনি। ভেবেছিলাম হয়তো তুমি এ বারও আমায় দেখা দিতে চাও না। কিন্তু না, আমার জন্য তুমি যে এত সুন্দর করে সব পরিকল্পনা করে রেখেছিলে, সেটা আমি ভাবতেও পারিনি।’

পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘তুমি আমায় তোমার ভালোবাসায় ঘিরে এত সুন্দর ভাবে দর্শন দিলে, যা আমি সারাজীবন ভুলব না। তুমি ছিলে, আছো আর থাকবে। একটাই ইচ্ছে, এই ভাবেই সারাজীবন আমার হাতটা ধরে রেখো। ওঁ পার্বতী পতয়ে হর হর মহাদেব।’

Previous articleজীবনের নতুন অধ্যায়ে অঙ্কিতা! এবার নতুন সুখবর দিলেন গায়িকা
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।