সাফল্যের শীর্ষে পৌঁছেও কীভাবে নিজের মাটি আঁকড়ে থাকতে হয় তা নতুন জেনারেশনকে শেখাচ্ছেন অঙ্কিতা ভট্টাচার্য। সারেগামাপা জিতে দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন তিনি। সারেগামাপা জয়ী এই শিল্পীর ভক্ত সংখ্যা অগুণতি। তার সুরেলা কণ্ঠে মুগ্ধ আপামর বাঙালি।
গোবরডাঙার মেয়ে অঙ্কিতা। রথীজিৎ ভট্টাচার্যের কাছে তালিম নিয়েছেন। গানের পাশাপাশি পড়াশুনো সমান তালে চালিয়ে যাচ্ছেন। মাত্র ২২ বছর বয়সেই পেয়েছেন প্লে বাটান। নিজের স্বপ্নের বাড়ি বানানোর পর এবার পরিবারের সকলের সাথে নিজের আরও এক স্বপ্নপূরণ করলেন গায়িকা।
এবার পরিবারের সকলের জন্য সাদা ধবধবে বড় একটা গাড়ি কিনে ফেললেন অঙ্কিতা। গাড়ির সঙ্গে ছবি পোস্ট করতেও দেখা গেল অঙ্কিতাকে। সোশ্যাল মিডিয়ায় গাড়ি কেনার মুহূর্তের ছবি পোস্ট করে গায়িকা লেখেন, ‘একটু আপগ্রেড হলাম। নিউ মেম্বার। হর হর মহাদেব।’
কাজের পাশাপাশি নিজের স্বপ্নপূরণের দিকে এগিয়ে চলেছেন অঙ্কিতা। এত কম বয়সে গায়িকার সাফল্যে খুশি তার ভক্তরা।
View this post on Instagram