মাত্র ১২ বছর বয়সেই মেডেল পেল সহজ! ছেলের কৃতিত্বে গর্বিত রাহুল-প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা সরকার

সন্তানের জীবনে বড় প্রাপ্তি হোক কিংবা তার মুখের হাসি, সব বাবা-মায়ের কাছেই তা অতি মূল্যবান। এবার ছেলে সহজ ব্যানার্জির জীবনে বড় প্রাপ্তিতে গর্বিত বাবা-মা রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার।

শুধু নামে সহজ নয়, সন্তানের জীবনও ‘সহজ’ হোক আর পাঁচটা বাবা-মায়ের মতোই চাওয়া রাহুলের। দিনকয়েক আগেই অভিনেতার ইউটিউব চ্যানেল ‘সহজকথা’র একটি বিশেষ পর্বে এসেছিল সহজ। সেখানে অতটুকু ছেলের কিছু কথা মন ছুঁয়েছিল দর্শকের। এবার সহজের জীবনে বড় প্রাপ্তিতে দারুণ খুশি দর্শক সহ তার গোটা পরিবার।

প্রথম বার ফেনসিং কম্পিটিশনে অংশ নিয়েছিল সহজ। আর তাতেই জোড়া পুরস্কার প্রাপ্তি। একটা সময় পর্যন্ত স্পোর্টসে নাকি কোনও আগ্রহই ছিল না সহজের। তবে ফেনসিং কম্পিটিশনে অংশ নেওয়ার আগ্রহ দেখে বাবা-মাও ভাবেন বিষয়টা মন্দ হয় না। রাহুলের কথায়, ‘ওর আসলে যখন খেলার সময় ছিল, তখন কোভিডে বাড়ির বাইরে বেরনো বন্ধ হয়ে গিয়েছিল। তবে আমরা দু’জনেই খুব গর্বিত ওকে নিয়ে। ও যেটা করে মন দিয়েই করে।’

ছেলে পুরস্কার পেতেই তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন রাহুল। চারপাশের এত লোকের মাঝে বাবার এমন কাণ্ড দেখে নাকি খানিক লজ্জা পেয়ে যায় সহজ। বাবা হিসাবে ছেলেকে একটাই কথা বলতে চান রাহুল।

রাহুলের কথায়, ‘আসলে জীবনে কিছু করতে গেলে জীবন সহজ হয় না। একটা কথা আছে যখন দেখবে সব গাড়িই তোমার দিকে আসবে বুঝবে ভুল লেন-এ রয়েছ। অর্থাৎ, সব সুযোগই তোমার দিকে আসবে না। সেই পথ সহজ করে নিতে হবে।’

প্রিয়াঙ্কা সরকার