বিয়ের সাজে নজর কাড়লেন মিনি ওরফে অস্মি ঘোষ

অস্মি ঘোষ

বাংলা টেলিভিশনের কনিষ্ঠ সদস্যদের মধ্যে অন্যতম অস্মি ঘোষ। বর্তমানে অভিনয় করছেন স্টার জলসার ‘রোশনাই’ ধারাবাহিকে। ছোটপর্দায় একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। বিভিন্ন শেডের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছিলেন ‘অন্দরমহল’ ধারাবাহিকে অভিনয় করে। এই ধারাবাহিকে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মেয়ের চরিত্রে দারুণ জনপ্রিয়তা লাভ করেছেন।

সতী, ইচ্ছে নদী, রানী রাসমণি, শ্রীময়ী, কাদম্বিনী, ধুলোকণা-র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। নিজের অভিনয় দিয়ে দর্শকের মন তো আগেই জয় করেছেন অস্মি, তবে এবার অস্মি নতুন লুকে ঘায়েল হয়েছেন অনুরাগীরা।

নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী তার একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে অস্মিকে বিয়ের কনের সাজে দেখতে পাওয়া যাচ্ছে। কপালে চন্দন, কালো বেনারসি শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী। খুব সম্ভবত এটি অভিনেত্রীর কোনও ফটোশুটের ছবি।

 

View this post on Instagram

 

A post shared by Asmee (@asmeeghosh_official)