বছরের শুরুতেই ফের খারাপ খবর! আচমকা ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে বলিউডের বর্ষীয়ান অভিনেতা আশীষ বিদ্যার্থী ও তার স্ত্রী রূপালী বড়ুয়া। জানা গিয়েছে, দুর্ঘটনার রাতে স্ত্রীকে নিয়ে অভিনেতা নৈশভোজ সারতে গিয়েছিলেন। নৈশ ভোজ সেরে রাস্তা পার হতে গিয়েই ঘটে যায় এই দুর্ঘটনা।
শুক্রবার অভিনেতা নিজের গাড়িতে করেই গুয়াহাটি যাচ্ছিলেন। গীতানগরের কাছে ঘটনাটি ঘটে। অভিনেতা ও তার স্ত্রী, হাইওয়ে সংলগ্ন একটা রেস্তরাঁয় খেতে নামেন। উল্টো দিক থেকে একটি মোটার সাইকেল এসে ধাক্কা মারে দম্পতিকে।
তাতেই রাস্তায় পড়ে যান দু’জনে। স্থানীয় লোকেরা এসে তাঁদের উদ্ধার করেন। গীতানগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে রূপালি ও আশিসকে হাসপাতালে নিয়ে যায়। বাইকআরোহীকেও নিয়ে যাওয়া হয় গুয়াহাটি মেডিকেল কলেজে। বাইকআরোহীও আহত বলে খবর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা, যেখানে তিনি বলেন, আমি এবং রুপালি দুজনেই ভালো আছি। আপনারা দুশ্চিন্তায় আছেন তাই আপনাদের জানানো খুব প্রয়োজন যে আমরা দুজনেই ভালো আছি। তবে রুপালি এখন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। আহত বাইক চালকেরও খোঁজ নিয়েছি আমরা। উনিও আগের থেকে ভালো আছেন। জ্ঞান ফিরেছে।


