বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে যে হারে বিবাহ বিচ্ছেদের হার বাড়ছে তা নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করলেন সংগীত জগতের প্রবীণ গায়িকা আশা ভোঁসলে। সম্প্রতি রবি শঙ্করের সাথে একটি আলাপচারিতায় অংশ নেন প্রবীণ গায়িকা। আর সেখানেই তরুন প্রজন্মের বিবাহ বিচ্ছেদ নিয়ে কিছু কথা জানান তিনি।
গায়িকার কথায়, তিনি তার জীবনের বেশিরভাগ সময়টাই ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন, কিন্তু আগেকার দিনের ছেলেমেয়েরা কেউই বর্তমান প্রজন্মের মত ডিভোর্সের কঠোর সিদ্ধান্ত এত তাড়াতাড়ি নিয়ে ফেলত না। তিনি মনে করেন এখনকার দিনের প্রেমের সম্পর্কগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ফলে দুজন দুজনকে মেনে নিতে না পাড়ার কারণই এই বিচ্ছেদ।
আশা ভোঁসলে আরও জানান, তার স্বামীর সঙ্গেও একসময় সমস্যা হয়েছিল তার। তাই বলে সে কখনই ডিভোর্সের মত সিদ্ধান্ত নিতে পারেননি। এই প্রসঙ্গে রবিশঙ্কর জানিয়েছেন, বর্তমানে সম্পর্কে প্রেমের তুলনায় আকর্ষণটাই বেশি। এমনকি এই প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে সহনশীলতা কমে যাওয়ার ফলে তারা সমস্যার সমাধান করতেই চায় না। যা বিচ্ছেদের অন্যতম কারন।
একটা সময় লতা মঙ্গেশকরের সেক্রেটারি গণপতরাও ভোঁসলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন আশা ভোঁসলে। মাত্র ১৬ বছর বয়সেই পরিবারের অমতে গিয়ে বিয়ে করেছিলেন তিনি। তিন সন্তানও ছিল তাদের। ১৯৬০ সালে তারা আলাদা হওয়ার পর ১৯৮০ সালে আবারও আর ডি বর্মণকে বিয়ে করেন গায়িকা। গান গাওয়ার পাশাপাশি ভালো রান্নাও পারতেন তিনি। আর সেই সুবাদে বিশ্বের বড় বড় শহরে একাধিক রেস্তোরাঁও রয়েছে তার।