“এখন মনে হচ্ছে এতকিছু সামনে না আসলেই ভালো হত… এত নাটক করতে…”, বড়পর্দায় প্লেব্যাকের সুযোগ মিলতেই কটাক্ষের পাল্টা জবাব দেবলিনার

দেবলীনা নন্দী

এই মুহূর্তে সোশাল মিডিয়া যাকে নিয়ে সবচেয়ে বেশি সরগরম। সেই দেবলীনা নন্দীই এবার এন্ট্রি নিলেন মহুয়ার বায়োপিকে। এই ছবি দিয়ে প্লেব্যাকের দুনিয়ায় পা দিচ্ছেন দেবলীনা নন্দী। মহুয়া রায়চৌধুরী অভিনীত সব হিট ছবির গানই এবার শোনা যাবে দেবলীনার কণ্ঠে।

খবরটা সামনে আসতেই ফের আরও একবার দর্শকের কটাক্ষের মুখে গায়িকা। যখন সমস্ত টানাপোড়েনকে দূরে সরিয়ে রেখে মঞ্চে চুটিয়ে পারফর্মও করছেন। ঠিক তখনই সমালোচনার মুখে গায়িকা।

কেউ কেউ এই ঘটনাকে জনপ্রিয়তার জন্য ‘সাজানো নাটক’ বলেও কটাক্ষ করেছেন। তবে চুপচাপ অপমান সহ্য করার পাত্রী নন দেবলিনা। গায়িকার স্পষ্ট বক্তব্য, “সমাজমাধ্যমে পড়েছি সে সব মন্তব্য। আমার একটাই বক্তব্য, নাটক করিনি। এত নাটক করতে পারি না! তা হলে গানের দুনিয়ায় নয়, অভিনয় দুনিয়ায় আজ থাকতাম। জানি, লোকে বলবে ছবিতে গাইব বলেই এত ‘নাটক’ করেছি। আমি এখনই এত কিছু নিয়ে ভাবতে চাই না। এখন মনে হচ্ছে এত কিছু প্রকাশ্যে না এলেই হয়ত ভালো হত।”

কঠিন সময়ের মধ্যে এতবড় সুযোগ দেবলীনার ঝুলিতে। জীবনে এই মুহূর্তে চলা কঠিন সময় নিয়ে বলতে গিয়ে দেবলীনা জানান, “খারাপ সময় এখনও চলছে। খারাপ সময়ের মধ্যে এই একটাই ভাল কিছু ঘটল। কেননা, সব শিল্পীরই একটা স্বপ্ন থাকে ছবিতে প্লেব্যাক করার। এতটা খারাপ সময়ের মধ্যে, এই সুযোগটা পেয়ে সত্য়ি ভাল লাগছে।”

ছবির প্রযোজক রানার কথায়, “মহুয়ার জীবনের সঙ্গে দেবলীনার জীবনের অনেক মিল। মহুয়াও এ ভাবে নীরবে অত্যাচার সহ্য করেছিলেন। সেই যন্ত্রণা দেবলীনাই গানে ফোটাতে পারবেন। তাই তাঁকে নেওয়া।”

দেবলীনার জনপ্রিয়তাকেই কি কাজে লাগাতে চাইছেন প্রযোজক? প্রযোজকের সাফ জবাব, “দেবলীনার জনপ্রিয়তাকে যদি ব্যবহার করেই থাকি, তা হলেই বা ক্ষতি কী! সবাই তো সেই জন্যই ওঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। আমি না হয় ইতিবাচক ভাবেই গায়িকার জনপ্রিয়তাকে ব্যবহার করলাম। আর দেবলীনা যদি সবটাই ‘নাটক’ করে থাকেন, তা হলে কথা দিচ্ছি, আগামী দিনে ওঁকে নিয়ে সিনেমা বানাব।”

ছবির প্রযোজক রানা সরকার জানান, “মহুয়া রায়চৌধুরীর জীপনের ট্র‍্যাজেডির কথা আমরা জানি। দেবলীনার লড়াইও আমার দেখছি। সেই সময়ে দাঁড়িয়ে মনে হয়েছে, ওকে গান গাওয়ার প্রস্তাব দিলে ভালো হয়। আশা করি দেবলীনার গাওয়া গান সকলের ভাল লাগবে।”