বর্তমানে জি-বাংলায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। নায়িকার পাশাপাশি ধারাবাহিকে প্রশংসিত হচ্ছে কৌশিকী মুখার্জী চরিত্রটি। এই চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপসা চক্রবর্তী।
এর আগে খোকাবাবু’, ‘রাখিবন্ধন’, ‘বেনে বউ’, ‘দীপ জ্বেলে যাই’-এর মতো বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন রূপসা। ‘কলের বউ’-এ অভিনয় করে সেরা সহ-অভিনেত্রী পুরস্কারও পান তিনি। যেমন সুন্দর দেখতে, তেমন সুন্দর অভিনয়, ঠিক তেমন সুন্দর কথা বলার ভঙ্গি। এত ভালো একজন অভিনেত্রী এতগুলো বছর শুধু মাত্র কখনো বউমা অথবা কখনো ননদের চরিত্রেই অভিনয় করে গেলেন। প্রতিভা থাকা সত্ত্বেও নায়িকা নন কেন রূপসা?
এই অভিনেত্রী স্বামী স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরেই অভিনয় জগতে এসেছিলেন। স্বামী দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করার জন্যই অভিনয়ে আসা। আর তখন থেকে পার্শ্বচরিত্রে অভিনয় করে আসছেন তিনি। মুখ্য চরিত্রে অভিনয় না করলেও পার্শ্ব চরিত্রেই বেশ জনপ্রিয়তা লাভ করেছেন তিনি।