
বাংলা ইন্ডাস্ট্রির একজন রত্ন হলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তার রক্তেই রয়েছে অভিনয়। ছোট থেকে অভিনয় করার ইচ্ছে ছিল প্রবল। বর্তমানে অভিনয়ে জগতে পা রেখেছেন শাশ্বত কন্যাও। এছাড়াও মডেলিংএর সাথেও যুক্ত হিয়া চট্টোপাধ্যায়।
সম্প্রতি অন্য সময় প্রাইম এর তরফে নেওয়া সাক্ষাৎকারে শাশ্বত চট্টোপাধ্যায় কে প্রশ্ন করা হয়, মেয়ে অভিনয় জগতে আসছে, সিনিয়র অ্যাক্টর ও বাবা হিসেবে কী পরামর্শ দিতে চান মেয়েকে?
উত্তরে শাশ্বত বলেন, ‘আমি একটা জিনিসই বলেছি, যেটা আমার বাবা (শুভেন্দু চট্টোপাধ্যায়) আমাকে বলেছিলেন। বলেছি সাকসেসের পিছনে ছুটতে যাবি না। নিজের কাজটা মন দিয়ে করবি। আমাকে আমার বাবা গ্রুপ থিয়েটারে যুক্ত করে দিয়েছিলেন। আর কিছু বলেননি। নিজেকেই যা করার করতে হয়েছে।’
‘বর্তমান জেনারেশন অনেক বেশি তৈরি হয়ে নামছে। আমার মেয়ে হিয়ার মধ্যেও সেটা দেখেছি। আমি জীবনে কোনওদিন পোর্টফোলিও তৈরি করিনি। কিন্তু আমার মেয়েকে দেখেছি, গোড়া থেকেই প্রচণ্ড ভাবে নিজেকে তৈরি করেছে। নিজে থেকেই নাচও শিখেছে, যেটা আমার বা আমার বাবার রক্তে কোনও দিন ছিল না। আমি ওর স্কুলে থিয়েটারও দেখেছি, ভালোই মনে হয়েছে। আর ও চাইলে আমি হস্তক্ষেপ করব, না হলে কিচ্ছু বলব না। আমি এখনও পর্যন্ত কিন্তু কোনও ডিরেক্টরকে বা প্রোডাকশন হাউসকে ওর কথা বলিনি।’