জমে উঠেছে জি-বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। দিতিপ্রিয়া আর জিতুর রসায়নে ইতিমধ্যে বুঁদ বাংলার দর্শক। প্রতিনিয়ত এই ধারাবাহিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়ে থাকে। বর্তমানে টিআরপির দ্বিতীয় স্থানে রাজ করছে এই মেগা।
যারা নিয়মিত এই মেগা ধারাবাহিকটি দেখেন তারা জানেন, আর্য ফিরে এসেছে এবং মীরা কৃতকর্মের জন্য তাকে তার জায়গা বুঝিয়ে দেয় আর্য। আর্যের অবর্তমানে সিংহ রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সমস্যা কোনও মতে সামলে নেয় অপর্ণা।
দর্শক চাইরছেন আর্য আর অপর্ণার প্রেম। তবে এবার তাদের প্রেমের মাঝেই কি বাঁধা হয়ে দাঁড়াবে আর্যের অতীতে শত্রু । আজ ধারাবাহিকে দেখা যাবে অফিসে আর্য আর অপর্ণা কথা বলছে আর তাদের দূর থেকে লক্ষ্য রাখছে এক অচেনা নারী। যিনি অপর্ণাকে মাধবপুরে কিডন্যাপ করেছিলেন। যদিও নতুন ভিলেনের মুখ এখনো প্রকাশ্যে আসেনি। কে এই নারী?
‘চিরদীনই তুমি যে আমার’ ধারাবাহিকটি তেলেগু এবং কানাডার মিক্সিং অনুকরণে চলছে। এই দুই ভার্সনের অনুকরণ অনুযায়ী ধারাবাহিকে এই নতুন ভিলেনের নাম ‘রাগিণী সুধা’। যিনি আর্যের কলেজ জীবনের বান্ধবী। আর্যকে পছন্দ করতেন। তাই আর্যের জীবনে কোনও নারীকে সে পথের কাঁটা ভেবে সরিয়ে দেয়। এবার তার টার্গেট অপর্ণা। আর্য কি পারবে অপর্ণাকে বাঁচাতে? সেটা দেখা মিলবে আগামীদিনে। এবার দেখার বিষয় এসভিএফ কিভাবে গল্প এগোয়।

