‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে এন্ট্রি নেবেন আর্যের প্রাক্তন স্ত্রী, কোন অভিনেত্রী? সামনে এলো আসল সত্য

চিরদিনই তুমি যে

বর্তমানে বাংলা টেলিভিশনে জমে উঠেছে জি-বাংলার ‘চিরদিনিই তুমি যে আমার’ ধারাবাহিকটি। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং অভিনেতা জিতু কমল। আর্য আর অপুর জুটি দারুন সাড়া ফেলছে পর্দায়। এমনকি তারা বেস্ট জুটি হিসাবে পরিচিতি পাচ্ছেন।

সদ্য ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গেছে আর্য অবশেষে অপুর সামনে ভালোবাসার কথা স্বীকার করে নিয়েছে। বোঝাই যাচ্ছে তাদের মধ্যে নতুন প্রেম শুরু হতে চলেছে। তবে সিরিয়ালে সবকিছু এত ভালো যে হবে না। কিছু মশলা তো আনা হবেই।

শোনা যাচ্ছে, এবার ধারাবাহিকে এন্ত্রি নেবে আর্যের প্রাক্তন স্ত্রী। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন আর্যের প্রাক্তন স্ত্রী  হিসাবে নাকি দেখা যাবে অভিনেত্রী টুম্পা ঘোষকে। যিনি এই মুহূর্তে গীতা এলএলবি ধারাবাহিকে অভিনয় করছেন।

আর এই খবর সামনে আসতেই উত্তেজিত হয়ে পড়েছেন দর্শক। কারণ এর আগে ‘রাগে আনুরাগে’ ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসাবে দেখা গিয়েছিল টুম্পাকে। তাহলে কি আবার সেই পুরনো জনপ্রিয় জুটিকে দর্শক পর্দায় দেখতে চলেছেন? সত্যিই কি আর্যের প্রাক্তন স্ত্রীর চরিত্রে দেখা যাবে টুম্পাকে? অবশেষে মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী।

আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী টুম্পা ঘোষ জানিয়েছেন, ‘না, আমি ওই চরিত্রে অভিনয় করছি না। হয়তো আমায় ভাবা হয়েছিল। কিন্তু আমার কাছে কোনও ফোন আসেনি। তার মধ্যেই ‘গীতা এল এল বি’ ধারাবাহিকের তরফে যোগাযোগ করা হয়।’ তাহলে কাকে দেখা যাবে আর্যের প্রাক্তন স্ত্রীর চরিত্রে এখনও জানা যায়নি।