জি-বাংলার একটি অন্যতম ধারাবাহিক হল ‘চিরদিনই তুমি যে আমার’। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং অভিনেতা জিতু কমল। ধারাবাহিকের আর্য আর অপর্ণার জুটি দর্শকের চোখে সেরা হয়ে উঠছে দিনে দিনে।
যেমন নায়ক তেমনি নায়িকা, দুজনের অভিনয় যেন তাদের চোখেমুখে ফুটে উঠছে। পাশাপাশি গল্পের স্টোরি মন ছুঁয়ে যাচ্ছে দর্শকের। আপাতত আর্য সত্যিই অপুকে ছেড়ে লন্ডন যায় কিনা সেটা দেখার জন্যই অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
তবে ধারাবাহিকে আগামীদিনে ট্রাক ফাঁস হয়েছে দর্শকমহলে। আসলে ‘চিরদিনই তুমি যে আমার’ একটি মারাঠি ধারাবাহিকের রিমেকে তৈরি। আর এই মারাঠি ধারাবাহিক ১০ টি ভাষায় রিমেক করা হয়েছে। যার প্রত্যেকটি সুপারহিট। এবার দেখা যাক এই গল্প বাংলার মানুষের মন আগামী কতটা জেতে। এখনো পর্যন্ত ‘চিরদিনই তুমি যে আমার’ এর গল্প মারাঠি ধারাবাহিকটির অনুকরণের চলছে।
এতএব, যদি নির্মাতারা মারাঠি ধারাবাহিকটির অনুকরণেই গল্প চালিয়ে যান তাহলে ‘চিরদিনই তুমি যে আমার’ আসন্ন ট্র্যাকে দেখতে পাবেন আর্য বিবাহিত। যদিও তার স্ত্রীকে খুন করা হয়। আর্যের প্রাক্তন স্ত্রীর নাম রাজনন্দিনী। এখানে শেষ নয়, আর এই রাজনন্দিনীর পুনর্জন্মই অপর্ণা। হ্যাঁ, অপুই আসল রাজনন্দিনী। নিজের খুনের প্রতিশোধ নিতেই সে আবার ফিরে এসেছে। আর্যের সাথে বিয়ের পর অপু তার সেই ভয়ংকর অতীত জানতে পারবে।
তবে বলে রাখি, এই ট্রাক আসতে প্রচুর দেরী। কারণ সবেমাত্র আর্য-অপুর দুষ্টু-মিষ্টি প্রেম কাহিনী দেখানো হচ্ছে। এবার দেখার বিষয় গল্প কি এভাবেই সাজাবেন নির্মাতারা নাকি গল্পে পরিবর্তন আনা হবে।