বড় চমক! নতুন প্রোজেক্টে একসাথে ফিরছেন আরিয়ান- ঋতাভরী

আরিয়ান ভৌমিক

টেলিভিশন থেকে বড়পর্দায় এমনকী ওটিটির দুনিয়াতেও অভিনয় দিয়ে দর্শকের মন ছুঁয়েছেন অভিনেতা আরিয়ান ভৌমিক ও অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আরিয়ানকে ছোটপর্দায় শেষবারের মত দেখা গিয়েছিল স্টার জলসার ‘তিতলি’ ধারাবাহিকে। অন্যদিকে ছোটপর্দা ছেড়ে ওটিটি দুনিয়াতে মজেছেন ঋতাভরী।

তবে সম্প্রতি জানা যাচ্ছে, ‘চিত্রায়ন স্টুডিও অ্যান্ড প্রডাকশন’ এর প্রযোজনায় সান বাংলার আসন্ন ধারাবাহিকের হাত ধরে আবারও ছোটপর্দায় ফিরবেন আরিয়ান। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ধারাবাহিকের প্রোমো শুটিং।

পাশাপাশি অভিনেত্রী ঋতাভরীর সঙ্গে বড়পর্দায় একসাথে কাজ করছেন আরিয়ান। ঋতাভরীর আসন্ন ছবি ‘গৃহস্থ’ তে নতুন চরিত্রে ধরা দেবেন আরিয়ান। এবার পর্দায় একসাথে তাদের অভিনয় দর্শকের কতটা মন জিততে পারে সেটাই দেখার পালা।