বলিউডে পা রাখছেন আরিয়ান! গর্বিত বাবা শাহরুখ খান

আরিয়ান খান

এবার বলিইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন আরিয়ান খান। সম্প্রতি নেটফ্লিক্সের এক অনুষ্ঠানে আরিয়ানের সঙ্গে হাজির ছিল গোটা খান পরিবার -শাহরুখ, গৌরী, সুহানা। অনুষ্ঠানের মঞ্চেই প্রথমবার আরিয়ানের প্রোজেক্টের কথা ঘোষণা করেন ‘কিং খান’।

জানা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ দ্য বা**ডস অব বলিউড। পরিচালক হিসেবে হাতেখড়ি হল আরিয়ানের। এদিন অনুষ্ঠানের মঞ্চে নিজের নিজের ছেলে-মেয়ের জন্য দর্শকের কাছে একটি অনুরোধ জানালেন ‘বাদশাহ’।

শাহরুখের কথায়, “আমার ছেলে আরিয়ান পরিচালক হিসাবে নিজের যাত্রা শুরু করতে চলেছে, আমার মেয়ে অভিনেত্রী হওয়ার চেষ্টা শুরু করেছে… আমাকে আপনারা যা ভালবাসা দিয়েছেন, তার ৫০ শতাংশও যদি ওরা পায়, সেটাই অনেক হবে।”

বলিউডে নিজেদের কেরিয়ার গড়ে তুলতে যে সংগ্রাম থাকে নতুন অভিনেতা-অভিনেত্রীদের, তারই গল্প শোনাবে‌ এই সিরিজ। ড্রামা থাকলেও এই সিরিজে রয়েছে বাস্তবতার ছোঁয়া। মুম্বই এবং তার আশেপাশের অঞ্চলেই শো-এর শুটিংপর্ব সারা হয়েছে বলে জানা যাচ্ছে। মোট ছটি পর্ব থাকবে এই শোতে। এই সিরিজে অতিথি শিল্পী হিসাবে থাকতে পারেন শাহরুখ খান, রণবীর কাপুর, রণবীর সিং, করণ জোহর এবং ববি দেওল।

সিরিজ প্রসঙ্গে শাহরুখ আরও বলেন, “এই সিরিজের কয়েকটি পর্ব দেখেছি। এটুকু বলতে পারি, দারুণ মজার। খুব খেটেখুটে কাজ করেছে ওরা। আর একটা কথা, আমার রসিকতায় অনেকের খারাপ লাগে, তাই আজকাল রসিকতা করাই ছেড়ে দিয়েছি। বরং সেই দায়িত্ব অর্পণ করেছি ছেলের উপর। বলেছি, যা বাবার নাম উজ্জ্বল কর।”