‘তিতলি’ ধারাবাহিকের অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। তবে বহু বছর পর আবার ছোটপর্দায় ফিরলেন তিতলির নায়ক।
সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘Video বৌমা’। প্রকাশ ধারাবাহিকের প্রোমো। মিষ্টি প্রেমের কাহিনী নিয়ে আসছে এই মেগা। নায়কের ভূমিকায় রয়েছেন আরিয়ান এবং নায়িকার ভূমিকায় রয়েছেন রিখিয়া রায় চৌধুরীকে।
ধারাবাহিকের প্রোমো কুসুমপুরের মাটির গল্প নিয়ে শুরু। নায়িকা মাটি পেশায় পটশিল্পী। পুরীর জগন্নাথদেবের মন্দিরের আদলে কুসুমপুরের রাধাকৃষ্ণ মন্দিরেও পতাকা উত্তোলিত হয়, যার দায়িত্ব দেওয়া হয় মাটিকে। মাটি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে রাতারাতি ভাইরাল হয়ে যায় তার ভিডিও।
নায়ক আকাশ পেশায় একজন জনপ্রিয় ব্লগার। কলকাতা থেকে সে কুসুমপুরে আসে রাধাগোবিন্দ মন্দিরের ভিডিয়ো বানাতে। মন্দিরে পটকা তোলার সময় ড্রোনের ধাক্কায় মাটিতে পড়ে সে। নায়ক তাকে বাঁচিয়ে দেয়। তাদের প্রথম মুখোমুখি। এরপর দেখা যায় পতাকা এসে ঢেকে দেয় তাদের মুখ। আকাশের বন্ধুরা মাটির সঙ্গে তাকে কোলাব ভিডিও বানাতে বলে কিন্তু তারা একসাথে ভিডিও বানাতে রাজী নয়। এইভাবেই এগোবে আকাশ আর মাটির প্রেমের গল্প।