ছোটপর্দার সকল নায়ককে হারিয়ে জয় ‘আর্য’র! জোড়া সাফল্য জিতুর

জিতু কমল

ছোটপর্দা হোক বা সিনেমা, জিতু কমলের ম্যাজিকে পাগল তার ভক্তরা। আপনাদের আগেই জানিয়েছিলাম, সম্প্রতি গৃহপ্রবেশ সিনেমার জন্য সেরা অভিনেতার মুকুট উঠতেই ছোটপর্দায় চিরদিনই তুমি যে আমারে আর্য সিং রায় চরিত্রের জন্য সেরা অভিনেতা হিসাবে মনোনীত হন জিতু।

তবে জিতু একা নন, এই তালিকায় পরশুরামের ইন্দ্রজিত থেকে শুরু করে পরিণীতার রায়ান, ছিলেন অনেকেই। তবে সকলকে ছাপিয়ে বাংলা সিরিয়ালের সেরা অভিনেতার মুকুট ছিনিয়ে নিলেন ওয়ান অ্যান্ড ওনলি অডিয়েন্স স্টার জিতু কমল।

২৯ জানুয়ারি, বৃহস্পতিবার ‘রেড লেটার ডে’ বাংলার বিনোদনে। মেগা অ্যাওয়ার্ড শো ‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’ অনুষ্ঠানে মোট ২৪টি বিভাগে দেওয়া হল সম্মাননা। স্রেফ অভিনেতা-অভিনেত্রীরা নন. পুরস্কৃত করা হল ক্যামেরার পিছনের কারিগররা অর্থাৎ পরিচালক এবং টেকনিশিয়ানদেরও।

‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’ তরফে সেরা অভিনেতার পুরষ্কার পেতেই উচ্ছ্বসিত জিতু ভক্তরা। আগামী দিনেও আরও ভালো ভালো চরিত্র উপহার দেবেন জিতু এমনটাই আশা রাখে জিতু প্রেমীরা।

জিতু কমল