সোশ্যাল মিডিয়ায় চরচির বাংলা ধারাবাহিকের মধ্যে একটি হল জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ যার মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং অভিনেতা জিতু কমল। তাদের জুটি অল্প সময়ের মধ্যে দর্শকের ঘরে ঘরে পৌঁছে গেছে।
তবে এবার ধারাবাহিকে প্রবেশ করছে মূল ট্র্যাকে। সদ্য জি-বাংলার তরফ থেকে একটি প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বৃষ্টির রাতে অপর্ণা আর্যের মুখোমুখি হয়ে প্রশ্ন করে রাজনন্দিনী কে?
নিজের অতীত এতদিন গোপন রাখলেও এবার আর পারল না আর্য। অপর্ণাকে সে জানায়, আমি তোমাকে সব সত্যি বলব রাজনন্দিনী আমার স্ত্রী। আর্যের মুখে এই কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে অপর্ণার। আর্যকে সে পাল্টা প্রশ্ন করে আপনি বিবাহিত? আর্য বলে ‘বিবাহিত ছিলাম’।
এরপর কি হতে চলেছে গল্পে। আর্য বিবাহিত জেনে কি আর্যের জীবন থেকে সরে যাবে অপর্ণা। না আর্যের অতীতকে মেনে নিয়েই তার সঙ্গে নতুন জীবন শুরু করবে সে। ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমো দর্শকের মন জিতে নিয়েছে।